গতি বাড়াচ্ছে অতিমারী, আরও বেশি আগ্রাসী পদক্ষেপ প্রয়োজন, বলল হু ডিরেক্টর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Mar 2020 02:56 PM (IST)
পরিসংখ্যান দিয়ে সাংবাদিকদের বলেছেন, প্রথম সংক্রমণ ধরা পড়ার পর আক্রান্তর সংখ্যা এক লক্ষে পৌঁছতে সময় লেগেছিল ৬৭ দিন। তারপর মাত্র ১১ দিনের মধ্যেই নতুন করে ১ লক্ষ মানুষ সংক্রমণের শিকার হয়েছেন।
জেনেভা: করোনাভাইরাস অতিমারী দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে। এমনই হুঁশিয়ারি বিশ্ব স্বাস্থ্য সংগঠন (হু)-এর ডিরেক্টর জেনারেল টেড্রোস অ্যাধানোম ঘেব্রেয়েসাস। তিনি বলেছেন, অতিমারী সংক্রমণের হার ত্বরাণ্বিত হচ্ছে। পরিস্থতি মোকাবিলায় দেশগুলিকে আরও বেশি আগ্রাসী পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছেন তিনি। পরিসংখ্যান দিয়ে সাংবাদিকদের বলেছেন, প্রথম সংক্রমণ ধরা পড়ার পর আক্রান্তর সংখ্যা এক লক্ষে পৌঁছতে সময় লেগেছিল ৬৭ দিন। তারপর মাত্র ১১ দিনের মধ্যেই নতুন করে ১ লক্ষ মানুষ সংক্রমণের শিকার হয়েছেন। আর দুই লক্ষ থেকে আক্রান্তের সংখ্যা তিন লক্ষে পৌঁছতে সময় নিয়েছে মাত্র চারদিন। হু-র ডিরেক্টর জেনারেল বলেছেন, আমরা নীরব দর্শক নই। আমরা এই অতিমারির চক্র বদলাতে পারি। স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য প্রোটেকটিভ গিয়ারের উত্পাদন বাড়াতে তিনি জি ২০-র আন্তর্জাতিক নেতাদের বলবেন বলেও জানিয়েছেন টেড্রোস। হু-র ডিরেক্টর জেনারেল উপযুক্ত প্রমাণ ছাড়াই কোনও অপরীক্ষিত ওষুধের ব্যবহার সম্পর্কেও সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন,এমনটা হলে তা শুধু মিথ্যে আশা তৈরি করবে।