ফিনিক্স: তিন তিনটি সন্তানকে খুন! তারপর তাদেরকে সোফায় এমনভাবে শুইয়ে রাখা, যাতে মনে হয় বাচ্চারা ঘুমোচ্ছে। এমন ভয়ঙ্কর অভিযোগে গ্রেফতার করা হয়েছে ফিওনিক্সের এক যুবতীকে।
রেচেল হেনরি নামে বছর বাইশের সেই মা আপাতত মারিকোপা কান্ট্রি জেলে আটক। তাঁর বিরুদ্ধে এখন তিন-তিনটি খুনের অভিযোগ!
ঠিক কী ঘটেছিল সেদিন? পুলিশ সূত্রে খবর, ওই মহিলা নাকি চাপের মুখে স্বীকার করে নিয়েছে যে, ইচ্ছাকৃত ভাবেই দুই মেয়ে ও এক ছেলেকে মেরেছে সে।
মৃত তিন শিশুর মধ্যে এক জনের বয়স ৩ বছর, আরেকজনের বয়স ১। সবথেকে ছোট শিশুটির বয়স ৭ মাস। তিন সন্তানের মা হেনরি স্বীকার করে নিয়েছে, তিনি প্রতিটি বাচ্চার নাক ও মুখ চেপে ধরে থাকে, যতক্ষণ না তারা মারা যায়। প্রথমে ১ বছরের মেয়েকে খুন করে সে। অভিযুক্ত মা নাকি এও কবুল করেছে, ১ বছরের মেয়েকে খুন করার সময় তা দেখে নেয় ৩ বছরের ছেলেটি। সে মায়ের উপর চিৎকার শুরু করে। এরপর পালা আসে তার। তাকে মেঝের উপর ঠেসে ধরে খুন করা হয়। যতক্ষণ প্রাণ ছিল, সে মাকে খিমচে-চিমটি কেটে রোখার চেষ্টা করে। আশ্চর্যজনকভাবে উঠে এসেছে আরেকটি তথ্য। এই খুনগুলি করার সময় গান গাইছিলেন ওই মহিলা। শেষমেশ সবথেকে ছোট ৭ মাসের শিশুটিকেও প্রাণে মেলে ফেলেন ওই মহিলা। মারার আগে তাকে এক বোতল দুধও খাইয়েছিলেন তিনি। এরপরই মা তাঁর তিন মৃত সন্তানকে শুইয়ে রাখে সোফার উপর, যেন কিছুই ঘটেনি।
এরপর বাড়ির লোকের ফোন পেয়েই ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়? কেন এই হত্যালীলা? নির্দিষ্ট কারণ খুঁজে পায়নি পুলিশ। তবে পরিবারের একজনের বক্তব্য থেকে পুলিশের ধারণা, মাদকসেবনের ফলে অস্বাভাবিকতা ছিল তার মধ্যে।
আমেরিকায় খুন করে নিশ্চিন্তে তিন সন্তানকে সোফায় শুইয়ে রাখল মা!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Jan 2020 02:28 PM (IST)
মৃত তিন শিশুর মধ্যে এক জনের বয়স ৩ বছর, আরেকজনের বয়স ১। সবথেকে ছোট শিশুটির বয়স ৭ মাস। তিন সন্তানের মা হেনরি স্বীকার করে নিয়েছে, তিনি প্রতিটি বাচ্চার নাক ও মুখ চেপে ধরে থাকে, যতক্ষণ না তারা মারা যায়।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -