নিউজিল্যান্ড সফরে টি ২০ দলে ধবনের বদলে সঞ্জু, একদিনের স্কোয়াডে পৃথ্বী
স্বরূপ কুলভী | 22 Jan 2020 11:59 AM (IST)
নিউজিল্যান্ড সফরে টি ২০ ও একদিনের সিরিজের দল থেকে চোটের জন্য ছিটকে গেলেন ভারতের ওপেনার শিখর ধবন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্যসমাপ্ত একদিনের সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে বাঁ কাঁধে চোট পেয়েছিলেন ধবন।
নয়াদিল্লি: নিউজিল্যান্ড সফরে টি ২০ ও একদিনের সিরিজের দল থেকে চোটের জন্য ছিটকে গেলেন ভারতের ওপেনার শিখর ধবন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্যসমাপ্ত একদিনের সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে বাঁ কাঁধে চোট পেয়েছিলেন ধবন। জাতীয় নির্বাচকরা নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজে ধবনের জায়গায় বেছে নিয়েছেন সঞ্জু স্যামসনকে। অন্যদিকে, একদিনের সিরিজের দলে নেওয়া হয়েছে পৃথ্বী শ-কে। ভারতের টি ২০ স্কোয়াড : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ অধিনায়ক), সঞ্জু স্যামসন, কেএল রাহুল, শ্রেয়স আয়ার, মণীশ পান্ডে, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), শিবম দুবে, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহল,ওয়াশিংটন সুন্দর, জসপ্রিত বুমরাহ, মহম্মদ শামি, নভদীপ সাইনি, শার্দূল ঠাকুর, রবীন্দ্র জাডেজা ভারতের একদিনের স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ অধিনায়ক), পৃথ্বী শ, কেএল রাহুল, শ্রেয়স আয়ার, মণীশ পান্ডে, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), শিবম দুবে,কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহল,রবীন্দ্র জাডেজা,জসপ্রিত বুমরাহ, মহম্মদ শামি, নভদীপ সাইনি, শার্দূল ঠাকুর, কেদার যাদব