নয়াদিল্লি : বদলাল দেশের আইনমন্ত্রী। হঠাৎই কিরেন রিজিজুকে (Kiren Rijiju) সরিয়ে দেওয়া হল গুরুত্বপূর্ণ এই মন্ত্রকের দায়িত্ব থেকে। তাঁর জায়গায় অর্জুন সিংহ মেঘাওয়ালকে দেওয়া হল আইনমন্ত্রীর দায়িত্ব। চলতি বছরে দেশের তিন রাজ্যের বিধানসভা নির্বাচন ও লোকসভা নির্বাচনের আগের বছরে হঠাৎ এই বদল নিয়ে জল্পনা শুরু হয়েছে দিল্লির অলিন্দে। 


কার্যত ক্য়াবিনেট পদমর্যাদার আইনমন্ত্রীর (Law Minsiter) পদে স্বাধীন দায়িত্বে থাকার সময় একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকারের কার্যত মুখপাত্র হয়ে উঠেছিলেন তিনি। বেশ কিছু সময় কোনও অবাঞ্ছিত পরিস্থিতি তৈরি হলে তা সামাল দেওয়ার দায়িত্বও সামলাচ্ছিলেন রিজিজু। কিছুদিন আগেই সুপ্রিম কোর্টের সঙ্গে সরকারের বিরোধের সময় সুপ্রিম কোর্টের একাধিক বিচারপতির সঙ্গে সরকারের মতপার্থক্য উঠে এসেছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিচারপতি নিয়োগ নিয়ে দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি ও সদ্য প্রাক্তন আইনমন্ত্রী কিরেন রিজিজুর মতপার্থক্য চলে এসেছিল সামলে। অনেকেই মনে করছিলেন, সরকারের বক্তব্য রিজিজুর মাধ্যমেই সামনে আনা হচ্ছে।


সেই জায়গা থেকে হঠাৎ করে রিজিজুকে সরিয়ে দেওয়ার পর তাই স্বাভাবিকভাবেই বিভিন্ন মহলে জল্পনা তৈরি হয়েছে। তুলনামূলক কম গুরুত্বপূর্ণ আর্থ সায়েন্সের মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। আর কিরেন রিজিজুর জায়গায় সংসদ বিষয়ক রাষ্ট্রমন্ত্রী অর্জুন সিংহ মেঘাওয়ালকে (Arjun Ram Meghwal) বসানো হল আইনমন্ত্রীর পদে।                     


আরও পড়ুন- পড়ে রয়েছে কয়েক হাজার কোটি টাকা ! পঞ্চায়েত ভোটের আগে উন্নয়নে জোর দিতে নির্দেশ নবান্নের


সরকারের পক্ষে ছোট এক বার্তায় যে তথ্য জানানো হয়েছে। পাশাপাশি সূত্রের খবর, কিরেন রিজিজুকে দ্রুত বিভিন্ন সোশাল মিডিয়ায় তাঁর বায়ো তথা পরচিয় বদলের বার্তাও দেওয়া হয়েছে। ট্যুইটারে ইতিমধ্যে নিজের বায়ো বদলেও ফেলেছেন রিজিজু।                          






আরও পড়ুন: রোজ কলা খেলে কি নিয়ন্ত্রণে থাকে হাই ব্লাড প্রেসার?