জম্মু: জম্মু ও কাশ্মীরে পু্ঞ্চে জরুরি অবতরণ করল সেনার নর্দার্ন কমান্ডার সহ একাধিক শীর্ষ কর্তাকে নিয়ে ওড়া সামরিক হেলিকপ্টার। সেনা সূত্রে খবর, এদিন দুপুরে ধ্রুব অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার (এএলএইচ)-এ করে শীর্ষ সামরিক কর্তাদের সঙ্গে রওনা দিয়েছিলেন নর্দার্ন কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল রণবীর সিংহ। কিন্তু, চপারে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ায় তাকে পুঞ্চে জরুরি অবতরণ করানো হয়। হেলিকপ্টারে থাকা সকল যাত্রী নিরাপদে আছেন বলে সেনা সূত্রে জানা গিয়েছে। ঠিক কী সমস্যা হয়েছিল, তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে সেনা।