নয়াদিল্লি: সীমান্তপারের (cross border) সন্ত্রাস (terrorism) নিয়ন্ত্রণে দুরন্ত ভূমিকা নিয়েছে ভারতীয় সেনা (indian army)। কিন্তু পড়শি দেশও (neighbouring country) যে সহজে তাদের ভারত-বিরোধী কার্যকলাপে লাগাম পড়াচ্ছে না, তা স্পষ্ট করে দিলেন ভারতীয় সেনাবাহিনীর নর্দান আর্মি কমান্ডার (Northern Army Commander) লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। বললেন, 'ওরা এখন পিস্তল (pistol), গ্রেনেড (grenade) এবং মাদক (drugs) ঢুকিয়ে বিচ্ছিন্ন ভাবে অশান্তি পাকানোর চেষ্টা করছে। আমরা তা সফল হতে দেব না।'
আর কী বললেন?
লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদীর দাবি, 'লঞ্চপ্যাডগুলিতে এই মুহূর্তে অন্তত ১৬০ জন সন্ত্রাসবাদী ঘাপটি মেরে বসে রয়েছে। এর মধ্যে ১৩০ জন পিরপাঞ্জালের উত্তর দিকে লুকিয়ে, আর বাকি ৩০ জন পিরপাঞ্জালের দক্ষিণ দিকে। পুরো এলাকা ধরলে ৮২ জন পাকিস্তানি জঙ্গি ও ৫৩ জন স্থানীয় সন্ত্রাসবাদী স্রেফ সুযোগের অপেক্ষায় থাকছে। এছাড়াও অন্তত ১৭০ জন এমন সন্ত্রাসবাদী রয়েছে যাদের নাম-পরিচয় অজানা। মোট ৩০০ জন জঙ্গি গোটা এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তবে আমরা লক্ষ্য রাখছি যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।' এর পরই সেনাকর্তা জানান, সীমান্তপারের সন্ত্রাস নিয়ন্ত্রণে ভারতীয় সেনা দুর্ধর্ষ কাজ করলেও পড়শি দেশ এখন মাদক ও অস্ত্র পাঠিয়ে বিচ্ছিন্ন ভাবে ছোট ছোট অশান্তি তৈরির চেষ্টা করছে। তবে ভারতীয় নিরাপত্তাবাহিনী তা যে সফল হতে দেবে না, সে কথাও মনে করিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদী। ঘটনাচক্রে এদিন সকালেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী দাবি করে, জম্মুর কাছে আন্তর্জাতিক সীমান্তের কাছে পাকিস্তান থেকে আসা ড্রোন থেকে অস্ত্র ও মাদক ফেলার ঘটনা অনেকটা কমে গিয়েছে।
তৎপর বিএসএফ...
শীত আসছে। অতীত রেকর্ড বলছে, এই সময়ে সীমান্তে অনুপ্রবেশের ঘটনা বেড়ে যায়। সেই ঘটনা আটকাতে শীতকালীন 'স্ট্র্যাটেজি' নিয়েছে বিএসএফ। জম্মুতে আন্তর্জাতিক সীমান্তের কাছে অনুপ্রবেশ আটকাতে শীতকালীন 'স্ট্র্যাটেজি' রয়েছে বিএসএফের। মঙ্গলবারই দু-দুটি অনুপ্রবেশের চেষ্টা বানচাল করেছে সীমান্তরক্ষী বাহিনী। তাদের দাবি, একটিতে পাকিস্তান থেকে আসা এক অনুপ্রবেশকারীকে গুলি করে তারা। অন্য় ঘটনাটিতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে এক জনকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, চলতি মাসের প্রথম দিকেই জইশ-ই-মহম্মদ জঙ্গি সন্দেহে জম্মু থেকে তিন জনকে গ্রেফতার করেছিল পুলিশ। সঙ্গে বিপুল অস্ত্রশস্ত্রও উদ্ধার করে তারা। সংবাদসংস্থা পিটিআইয়ের দাবি, তিনটি একে ৪৭ অ্যাসল্ট রাইফেল, একটি পিস্তল এবং খানছয়েক গ্রেনেড পাওয়া যায়। নরওয়াল এলাকার একটি তেলের ট্যাঙ্কার থেকে সব কিছু উদ্ধার হয়েছিল বলে খবর।
আরও পড়ুন:প্রথম ম্যাচেই বিরাট ধাক্কা মেসিদের, আর্জেন্তিনাকে ২-১ গোলে হারিয়ে দিল সৌদি আরব