নয়া দিল্লি: ফের উতপ্ত হল অসম (Assam) মেঘালয় (Meghalaya) সীমান্ত। দুই রাজ্যের রক্ষীদের গুলিযুদ্ধ ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল। এই গুলিযুদ্ধে অন্তত ৬ জনের মৃত্যু (Death) হয়েছে বলে খবর। জানা গিয়েছে মৃত্যু হয়েছে মেঘালয়ের ৫ জন সহ অসমের এক বনরক্ষীর। অসম পুলিশ (Police) ও বনরক্ষীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে মেঘালয় পুলিশ।
এই পরিস্থিতিতে বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট (Internet) পরিষেবা। ৪৮ ঘণ্টার জন্য সাতটি জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখেছে মেঘালয় সরকার, এমনটাই সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছেন মেঘালয়ের ডিজিপি এল আর বিষ্ণৌ।
পশ্চিম জয়ন্তিয়া পাহাড় এলাকার মতই পূর্ব জয়ন্তিয়া পাহাড়, পূর্ব খাসি পাহাড়, রিভই- সহ অন্য এলাকার শান্তি বিঘ্নিত হতে এবং সাধারণ মানুষের জীবন ঝুঁকিপূর্ণ হতে পারে, সেই কারণেই ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান হয়েছে।
আরও পড়ুন, 'আমাকে রেগে যেতে বাধ্য করেছিল তাই মেরেছি', আদালতে দাবি আফতাবের
কেন এই অশান্তি পরিস্থিতি?
সূত্রের খবর, মঙ্গলবার ভোরে নাগাদ মেঘালয় সীমান্তে একটি কাঠবোঝাই ট্রাক আটকায় অসমের বন দফতর। ট্রাক নিয়ে চালক পালানোর চেষ্টা করলে সেই সময় গুলি চালান বনকর্মীরা। মেঘলায়ের মুখ্যমন্ত্রী কারনাড সাংমা একটি জরুরী বৈঠক ডাকেন এরপর। গ্রাম প্রধান এবং ধর্মীয় নেতাদের ডাকা হয় এই বৈঠকে।
প্রসঙ্গত, গতবছরও এই এলাকায় দুই রাজ্যের পুলিশের গুলিযুদ্ধে মৃত্যু হয় ৫ জনের