নয়াদিল্লি: যেদিন সকালে বারামুলায় সেনা-জঙ্গি সংঘর্ষ হয়েছে। সেদিনই কাশ্মীর উপত্যকায় ভেঙে পড়ল অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার ধ্রুব (Advanced Light Helicopter Dhruv)। কাশ্মীরের কিস্তওয়ার জেলায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ২ বিমানকর্মী জখম হয়েছেন। মারা গিয়েছেন একজন বিমানকর্মী। সেনার তরফে জানানো হয়েছে, এদিন 'Hard Landing'- করতে হয় ওই কপ্টারটিকে। গত দুই মাসে এই নিয়ে তিন নম্বর ALH Dhruv দুর্ঘটনাগ্রস্ত হল।


নর্দান কমান্ডের তরফে বলা হয়েছে, ৪মে সকাল ১১টা নাগাদ একটি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার ধ্রুব (Advanced Light Helicopter Dhruv) জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ার জেলায় মারুয়া নদীর পাশে ল্য়ান্ড করতে বাধ্য হয়। কীভাবে এই ঘটনা ঘটল। তা জানতে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। 


জানানো হয়েছে, অসমান জমি, জঙ্গল এবং ল্যান্ডিং এলাকার কারণে হেলিকপ্টারটিকে হার্ড ল্যান্ডিং করতে হয়েছে। সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ শুরু হয়েছিল। 


 





এই দুর্ঘটনায় এক বিমানকর্মী মারা গিয়েছেন বলে সেনার তরফে জানানো হয়েছে। তাঁর নাম পাব্বাল্লা অনিল। তাঁর পরিবারকে সেনার তরফে সমবেদনা জানানো হয়েছে। 


বারামুলায় সংঘর্ষ:
নিরাপত্তা বাহিনীর (Security Forces) সঙ্গে সংঘর্ষে জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir) বারামুলায় নিহত ২ জঙ্গি (Terrorists Killed)। বৃহস্পতিবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। তাদের সঙ্গে তীব্র গুলির লড়াইয়ে মারা যায় ২ জঙ্গি। ঘটনাস্থল থেকে AK 47 রাইফেল এবং একটি পিস্তল উদ্ধার হয়েছে। এর আগে, গত কাল কুপওয়াড়ায় সেনা-জঙ্গি সংঘর্ষে ২ জঙ্গির প্রাণ যায়। বৃহস্পতিবার খুব ভোরে বারামুলার ওয়ানিগাম পায়িন ক্রিরি এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই শুরু হয় জঙ্গিদের। সংবাদসংস্থা পিটিআইয়ের দাবি, বিশেষ সূত্রে খবর পেয়ে ওই এলাকায় কর্ডন অ্যান্ড সার্চ অভিযান শুরু করেছিল নিরাপত্তা বাহিনী। হঠাতই গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা, দাবি নিরাপত্তা বাহিনীর। কাশ্মীর জোন পুলিশ ট্য়ুইট করে গোটা ঘটনার কথা জানায়। সঙ্গে এও জানানো হয়, নিহত দুজনের পরিচয় জানার চেষ্টা চলছে। পরে কাশ্মীর পুলিশের এডিজি, বিজয় কুমার বলেন, 'শাকির মাজিদ নাজার এবং হানান আহমেদ শেহ নামে লস্কর-ই-তৈবা-র দুই সদস্য মারা গিয়েছে। দু'জনেই শোপিয়ান জেলার বাসিন্দা।' 


আরও পড়ুন: রুক্ষ-শুষ্ক ত্বকে ভরসা কলার ফেসপ্যাক, দূর করে বলিরেখা, বাড়ায় উজ্জ্বলতা