Jammu Kashmir News: জম্মু-কাশ্মীরে বারামুলা জেলায় জঙ্গি অনুপ্রবেশ রুখল ভারতীয় সেনাবাহিনী। লাইন অফ কন্ট্রোলের কাছে সাফল্য নিরাপত্তাবাহিনীর। নিহত অন্তত ২ জন জঙ্গি। এক্স মাধ্যমে আজ সকাল ৮টা নাগাদ চিনার কর্পসের তরফে পোস্ট করে জানানো হয়ে যে আজ ২৩ এপ্রিল, ২০২৫ - অন্তত ২ থেকে ৩ জন জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করেছিল। উত্তর কাশ্মীরে বারামুলা জেলার উরি নালার কাছে সরজীবন জেনারেল এরিয়া দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করেছিল এই জঙ্গিরা।
জঙ্গি অনুপ্রবেশের ঘটনা টের পেতেই তাদের বাধা দিতে তৎপর হয় নিরাপত্তাবাহিনী। সেনার তরফে বাধা পেতেই দু'তরফের মধ্যে শুরু হয় গুলির লড়াই। চলতে থাকে অভিযান। এর ঘণ্টাখানেক পর চিনার কর্পসের তরফে ফের জানানো হয়, দু'পক্ষের গুলি বিনিময়ে ২ অনুপ্রবেশকারী জঙ্গির মৃত্যু হয়েছে। এর পাশাপাশি জঙ্গিদের থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর পরিমাণ অস্ত্রশস্ত্র, গোলাবারুদ এবং যুদ্ধ করার মতো অন্যান্য একাধিক সরঞ্জাম।
গতকালই কাশ্মীরের পহেলগাঁওতে ঘটে গিয়েছে মর্মান্তিক ঘটনা। সাধারণ পর্যটকদের উপর আচমকাই গুলিবৃষ্টি শুরু করে জঙ্গিরা। বৈসরণ, পহেলগাঁওয়ের কাছে এই এলাকা 'মিনি সুইৎজারল্যান্ড' নামে পরিচিত। পর্যটকদের 'মাস্ট ভিজিট' জায়গা এটি। আর সেখানেই ঘটে গিয়েছে ন্স্রকীয় হত্যালীলা। ধর্মীয় পরিচয় জেনে, বেছে বেছে, গুলি করে খুন করা হয়েছে সাধারণ পর্যটকদের। সূত্রের খবর, বৈসরণের কাছে একটি রিসর্টের লনে যখন পর্যটকরা ঘুরছিলেন, ছবি তুলছিলেন, খাচ্ছিলেন সেই সময় আচমকাই পাশের জঙ্গল থেকে বেরিয়ে আসে জঙ্গিরা। হাতে ছিল অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। মুখ ঢাকা মুখোশে। নাম-পরিচয় জানতে চাওয়া হয় পর্যটকদের, তারপরেই শুরু হয় নির্বিচারে গুলি চালানো। এখনও পর্যন্ত ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন বাংলার তিনজন বাসিন্দাও। দুই বিদেশি নাগরিকেরও মৃত্যু হয়েছে বলে খবর।