আমদাবাদ: আইপিএলে গুজরাত টাইটান্সের জার্সিতে অভিষেকের পর থেকেই ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করে আসছেন। জাতীয় দলেও ডাক পেয়েছিলেন গত বছর। আর এবারের আইপিএল  টুর্নামেন্টেও অরেঞ্জ ক্যাপ জয়ের অন্যতম দাবিদার গুজরাত টাইটান্সের তরুণ ওপেনার সাই সুদর্শন। 

সুদর্শনের ব্যাটিং টেকনিক ও টেম্পারমেন্ট দেখে রায়ডু বলেন, "সুদর্শনের খেলা দেখা সত্যি অসাধারণ অনুভূতি। ভীষণ আনন্দ পাওয়া যায় ওর খেলা দেখে। ট্র‍্যাডিশনাল শট খেলেও যে এখনও ক্রিকেটটা খেলা যায়, তা ওকে দেখলেই বোঝা যায়। ভীষণ স্মার্ট ক্রিকেট খেলে সুদর্শন। নিজেও রান করছে প্রতি ম্যাচে, আত্মবিশ্বাসও বাড়ছে। আর দলের পারফরম্যান্সেও তার প্রভাব পড়ছে।"

এখনও পর্যন্ত চলতি আইপিএলে ৮ ইনিংসে ৪১৭ রান করেছেন সুদর্শন। কেকেআরের বিরুদ্ধে শেষ ম্যাচেও ৩৬ বলে ৫২ রান এসেছে গুজরাত ওপেনারের ব্যাট থেকে। ৬টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকিয়েছেন সাই।

নিজের প্রাক্তন দলের বিরুদ্ধে ৫৫ বলে ৯০ রানের ইনিংস খেলেন শুভমন। তাঁর ইনিংসই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। ম্যাচ সেরাও হন তিনি। আটটির মধ্যে ছয় ম্যাচ জিতে লিগ শীর্ষে তাঁর দল। প্লে-অফের দিকে তড়তড়িয়ে এগোচ্ছে গুজরাত টাইটান্স। কেকেআরের বিরুদ্ধে ৩৯ রানে জয় পেল গিলের দল। আর প্রাক্তন দলকে হারিয়ে গিলের গলায় স্পষ্ট সন্তোষ ধরা পড়ল। ম্যাচশেষে তিনি বলেন, 'খুব সন্তুষ্ট লাগছে। আমরা নিজেদের মধ্যে বলাবলি করেছিলাম যে এই দুই ম্যাচ (দিল্লি ক্যাপিটালস ও কেকেআর) আমরা লিগ তালিকায় কোথায় শেষ করব, তা নির্ধারণ করব। নাগাড়ে দুই ম্যাচেই জয় পেয়ে সন্তুষ্ট আমি।' 

দলের এই সাফল্যের রহস্য, সাফল্যের কারণও খোলসা করেন গিল। গুজরাত অধিনায়ক বলেন,  'আমরা নিজেদের সেরাটা দিতে চাই সবসময়। আমরা ব্যাটিংয়ের সময় ওই একজন শেষ অবধি থাকতে হবে, এসব নিয়ে আলোচনা করি না। পরিস্থিতি অনুযায়ী কেমনভাবে রান করব, শুধু সেই নিয়েই আলোচনা হয়। আমরা ম্যাচে এগিয়েই ছিলাম, তবে ম্যাচে এগিয়ে থাকা এক বিষয় আর জেতা একটা। তাই আমি একটু আবেগতাড়িতও হয়ে পড়ি।'

 

আরও পড়ুন: পাওয়ার প্লে-তে জঘন্য ব্যাটিং নিয়ে রাহানেদের তীব্র সমালোচনা পূজারার