বিজেন্দ্র্ সিংহ, নয়াদিল্লি: জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা (Article 370 Verdict) বিলোপের সিদ্ধান্ত সঠিক, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ৩৭০ ধারা লাগু ছিল অস্থায়ী ব্যবস্থা, রায় সুপ্রিম কোর্টের।


কী বলেছে সুপ্রিম কোর্ট:
জম্মু-কাশ্মীর (Jammu And Kashmir) ভারতের অভিন্ন অঙ্গ, এতে কোনও সন্দেহের অবকাশ নেই। জম্মু-কাশ্মীরের সংবিধানের থেকে ভারতের সংবিধান উঁচুতে। জম্মু-কাশ্মীরে ভারতের সংবিধানই চলবে, জানিয়েছে সুপ্রিম কোর্ট


গত ৫ সেপ্টেম্বর এ নিয়ে রায়দান স্থগিত রেখেছিল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ। জম্মু-কাশ্মীর জুড়ে রায়ের আগেই কড়া নিরাপত্তা জারি করা হয়েছিল।


 






এদিন সুপ্রিম কোর্ট জানিয়েছে ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্ত সাংবিধানিক ভাবে বৈধ। এরই সঙ্গে এদিন সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ ভারতের নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে জম্মু কাশ্মীরের বিধানসভায় নির্বাচন সম্পন্ন করার জন্য়। অর্থাৎ রাজ্যের মর্যাদা ফিরে পাবেন জম্মু-কাশ্মীর।   


রাজনৈতিক প্রতিক্রিয়া:
আজ সুপ্রিম কোর্ট, জম্মু কাশ্মীরে (Article 370 Verdict) ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্ত নিয়ে যা রায় দিয়েছে তা ঐতিহাসিক বলে মন্তব্য নরেন্দ্র মোদির। তিনি লিখেছেন, ২০১৯ সালে ৫ অগাস্ট সংসদে নেওয়া এই সিদ্ধান্ত যে সংবিধানসম্মত সেকথাই তুলে ধরেছে দেশের শীর্ষ আদালত। এই রায় জম্মু-কাশ্মীর (Jammu Kashmir) এবং লাদাখের সব বাসিন্দার জন্য আশা, অগ্রগতি এবং একতার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী (PM Modi)। 


স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) বলেছেন, 'এই রায় প্রমাণ করল সরকারের সিদ্ধান্ত সাংবিধানিক ছিল।'


৩৭০ ধারা নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন শিবসেনার নেতা উদ্ধব ঠাকরে। তিনি বলেন, 'এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। কারণ আমরা ৩৭০ ধারা বিলোপকে সমর্থন করেছিলাম। আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব জম্মু কাশ্মীরে নির্বাচন হোক।'


এই রায় নিয়ে হতাশা প্রকাশ করেছেন AIMIM-এর প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। যদিও তাঁর দাবি, জম্মু-কাশ্মীর যে ভারতের অটুট অংশ তা নিয়ে কোনও সন্দেহ নেই।


আরও পড়ুন: স্বয়ম্ভূ দর্শনে কাশী বিশ্বনাথ ধামে রেকর্ড ভিড়! ১৩ কোটি ভক্তের সমাগম মন্দিরে