বারাণসী: কাশী বিশ্বনাথ মন্দির (Kashi Vishwanath Temple) ভারতের একটি বিখ্যাত হিন্দু মন্দির (Hindu Temple)। এটি উত্তরপ্রদেশ (Uttarpradesh) রাজ্যের বারাণসীতে (Benaras) অবস্থিত। মন্দিরটি গঙ্গা নদীর (Ganga River) পশ্চিম তীরে অবস্থিত। হিন্দু বিশ্বাস অনুযায়ী, কাশী বিশ্বনাথ মন্দির 'জ্যোতির্লিঙ্গ মন্দির' নামে পরিচিত শিবের বারোটি পবিত্রতম মন্দিরের অন্যতম। মন্দিরের প্রধান দেবতা শিব “বিশ্বনাথ” বা “বিশ্বেশ্বর” নামে পূজিত হন। বারাণসী শহরের অপর নাম “কাশী” এই কারণে মন্দিরটি “কাশী বিশ্বনাথ মন্দির” নামে পরিচিত।           

  


সেই কাশী বিশ্বনাথ ধামে এবার ভক্তসংখ্যায় রেকর্ড তৈরি হল। রেকর্ড অনুযায়ী গত দু'বছরে প্রায় ১৩ কোটি ভক্তরা এসেছেন এই কাশী বিশ্বনাথ মন্দিরে। ভারতীয়রা ছাড়াও কাশী বিশ্বনাথ ধাম এবং এলাকা উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নির্বাহী আধিকারিক সুনীল বর্মা জানিয়েছেন, ১৩ ডিসেম্বর, ২০২১ থেকে ৬ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত ১৫ হাজার ৯৩০ বিদেশিরা এসেছেন এই মন্দিরে।  


তিনি এও বলেন, ১৩ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাশী বিশ্বনাথ মন্দিরের শুভ উদ্বোধন করার পর থেকে তীর্থস্থানটিতে অভূতপূর্ব সংখ্যক লোক সমাগম ঘটেছে। ২০২২ এর তুলনায় ২০২৩ এ বুকিংও প্রায় দ্বিগুণ হয়েছে।                 


আরও পড়ুন, সতীর জিহ্বা পড়েছিল এখানেই, জলেও নেভে না, শতাব্দী ধরে অলৌকিকভাবে প্রদীপের শিখা জ্বলছে এই সতীপীঠে!


আগের থেকে এখন আমূল বদলে গিয়েছে মন্দির চত্বর। এখন ঘাট থেকে সরাসরি মন্দির দেখা যায়। গঙ্গার ওপর থেকে সরাসরি মন্দিরে প্রবেশের রাস্তায় যাওয়া যায়। এখন গঙ্গার ঘাট থেকেই দেখা মেলে কাশী বিশ্বনাথের মন্দিরের চূড়ার। এতদিন মন্দিরের বাইরে থেকে চূড়া দেখা যেত না। কিন্তু এখন যেভাবে তৈরি হয়েছে, তাতে গঙ্গার ঘাট থেকে কাশীবিশ্বনাথের চূড়া দেখা যায়। পুরনো কাশী বিশ্বনাথ মন্দিরের আয়তন ছিল ২ হাজার বর্গমিটারের মতো। পুনর্গঠনের পর যা বেড়ে গিয়েছে প্রায় ২৫ গুণ। 


আগে গঙ্গার ধার থেকে কাশী বিশ্বনাথ মন্দিরে প্রবেশের কোনও রাস্তা সেভাবে ছিল না। পুণ্যার্থীদের গঙ্গায় স্নান সেরে, গঙ্গার জল নিয়ে অপরিসর গলি দিয়ে মন্দিরে প্রবেশ করতে হত। কিন্তু এখন ললিতা ঘাট থেকে সরাসরি ঢোকা যাবে মন্দিরে। এইসব সুবিধার জন্য এখন ভক্ত সমাগম আরও বেশি হচ্ছে বলে দাবি মন্দির কমিটিরও।                         


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে