এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘ওই যুবকের নাম রেহান খান (২৮)। তিনি বিহারের বাসিন্দা। তিনি মানসিকভাবে সুস্থ নন বলেই মনে হচ্ছে। তাঁকে নিরাপদেই সিংহটির কাছ থেকে সরিয়ে আনা সম্ভব হয়েছে।’
এই ঘটনার পরিপ্রেক্ষিতে দিল্লি চিড়িয়াখানার নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন বন্যপ্রাণ রক্ষা আন্দোলনকারী গৌরী মৌলেখী। তিনি বলেছেন, ‘কয়েক মাস আগেও সিংহের খাঁচার নিরাপত্তা লঙ্ঘিত হয়েছিল। কারণ, সিংহের জন্য নির্দিষ্ট জায়গাটি ঠিকমতো আটকানো নেই। যদি ওই যুবক ইচ্ছাকৃতভাবেও সিংহের কাছে চলে গিয়ে থাকেন, তাহলেও নিশ্চিতভাবেই বেড়া যথেষ্ট উঁচু নয়। না হলে তিনি বেষ্টনী টপকাতে পারতেন না। এই ধরনের ঘটনা যাতে কেউ ঘটাতে না পারেন, সেটা নিশ্চিত করা উচিত।’