জলঙ্গীতে সীমান্তের ওপার থেকে আসা গুলিতে বিএসএফ জওয়ানের মৃত্যুর অভিযোগ
Web Desk, ABP Ananda
Updated at:
17 Oct 2019 05:53 PM (IST)
গুলিবিদ্ধ আরও এক বিএসএফ জওয়ান।
NEXT
PREV
জলঙ্গী: মুর্শিদাবাদের জলঙ্গীর চর পাইকমারি এলাকায় গুলিতে মৃত্যু বিএসএফ জওয়ানের। সীমান্তের ওপার থেকে আসা গুলিতে মৃত্যু বলে অভিযোগ বিএসএফের। গুলিবিদ্ধ আরও এক বিএসএফ জওয়ান। সকাল ১০টা নাগাদ চর পাইকমারিতে ভারত-বাংলাদেশ সীমান্তে ডিউটি করছিলেন বিএসএফের হেড কনস্টেবল বিজয় ভান ও আরেক জওয়ান রাজবীর সিংহ যাদব। বিএসএফের অভিযোগ, তখনই সীমান্ত পার থেকে গুলি ছুটে আসে। গুলিবিদ্ধ হন দুই জওয়ান। মৃত্যু হয় বিজয় ভানের। রাজবীর সিংহ যাদব মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -