জলঙ্গীতে সীমান্তের ওপার থেকে আসা গুলিতে বিএসএফ জওয়ানের মৃত্যুর অভিযোগ
Web Desk, ABP Ananda | 17 Oct 2019 05:53 PM (IST)
গুলিবিদ্ধ আরও এক বিএসএফ জওয়ান।
জলঙ্গী: মুর্শিদাবাদের জলঙ্গীর চর পাইকমারি এলাকায় গুলিতে মৃত্যু বিএসএফ জওয়ানের। সীমান্তের ওপার থেকে আসা গুলিতে মৃত্যু বলে অভিযোগ বিএসএফের। গুলিবিদ্ধ আরও এক বিএসএফ জওয়ান। সকাল ১০টা নাগাদ চর পাইকমারিতে ভারত-বাংলাদেশ সীমান্তে ডিউটি করছিলেন বিএসএফের হেড কনস্টেবল বিজয় ভান ও আরেক জওয়ান রাজবীর সিংহ যাদব। বিএসএফের অভিযোগ, তখনই সীমান্ত পার থেকে গুলি ছুটে আসে। গুলিবিদ্ধ হন দুই জওয়ান। মৃত্যু হয় বিজয় ভানের। রাজবীর সিংহ যাদব মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।