গুয়াহাটি: মেয়ের বিয়ে ভালভাবে করাতে কোন বাবা মা না চান! কিন্তু জিনিসপত্র, বিশেষ করে সোনাদানার দাম যেভাবে বাড়ছে, তাতে অনেকের স্বপ্ন অধরা থেকে যাচ্ছে। এই পরিস্থিতিতে অসম সরকার এমন একটি প্রকল্প হাতে নিয়েছে, যা বাবা মায়েদের একটু স্বস্তি দিতে পারে। সরকার ঘোষণা করেছে, রাজ্যে আর্থিক অনটনে থাকা পরিবারগুলির মেয়েদের বিয়েতে ১ তোলা করে সোনা দেবে তারা। অর্থাৎ কিনা ১০ গ্রাম।
অরুন্ধতী স্বর্ণ যোজনায় রাজ্য সরকার মেয়ের বিয়েতে বাবা মাকে ১০ গ্রাম ওজনের সোনার মুদ্রা দেবে। এই স্বর্ণ যোজনায় অসম সরকার ৫ লাখ টাকার থেকে কম বার্ষিক আয় যাদের, সেই পরিবারগুলিকে এই সোনা উপহার দেবে। তবে কোনও পরিবারের প্রথম ২ সন্তানের ক্ষেত্রেই এই সোনা পাওয়া যাবে, বিয়ে রেজিস্ট্রি করার পর বিবাহিত মেয়েরা ১০ গ্রাম সোনা উপহার পাবেন সরকারের কাছ থেকে।
এই স্বর্ণ যোজনার মাধ্যমে অসমের মেয়েদের কিছুটা আর্থিক সুরক্ষাও মিলবে। এটি পেতে হলে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৪-র আওতায় বিয়ে নথিবদ্ধ করতে হবে। যেদিন নথিবদ্ধ করা হবে, সেদিনই মেয়েরা এই স্বর্ণমুদ্রার জন্য আবেদন করতে পারবেন। বিয়ের সময় মেয়ের বয়স হতে হবে অন্তত ১৮ বছর, আর তিনি যাঁকে বিয়ে করতে চলেছেন, সেই পাত্রের বয়স হতে হবে অন্তত ২১ বছর।