কলকাতা: করোনা আবহে আইপিএলের হাত ধরে শুরু হয়েছিল ভারতীয় ক্রিকেটের মরসুম। তবে অতিমারির জেরে দেশে নয়, টুর্নামেন্ট হয়েছিল দেশের বাইরে, সংযুক্ত আরব আমিরশাহিতে। এবার ভারতেই ফিরতে চলেছে ক্রিকেট। ১০ জানুয়ারি থেকে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টের মধ্যে দিয়ে শুরু হবে ঘরোয়া ক্রিকেট। যে টুর্নামেন্টের জন্য সোমবার ২৬ সদস্যের সম্ভাব্য দল ঘোষণা করল বাংলা।
সোমবার বিকেলে সিএবি-তে নির্বাচনী বৈঠকে ২৬ জনের দল বেছে নেন নির্বাচকেরা। মনোজ তিওয়ারি, শ্রীবৎস গোস্বামী, ঈশান পোড়েল, সকলেই জায়গা করে নিয়েছেন দলে। প্রত্যাশা মতোই অশোক ডিন্ডাকে রাখা হয়নি। ভিন রাজ্যে খেলতে যাওয়ার ছাড়পত্র চেয়েছিলেন তিনি। তাঁকে নো অবজেকশন সার্টিফিকেট দিয়েও দিয়েছে সিএবি। আইপিএলে অভিষেকের পর সদ্যসমাপ্ত বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জেও দুরন্ত ফর্মে ছিলেন শাহবাজ আমেদ। তপন মেমোরিয়ালকে চ্যাম্পিয়ন করার নেপথ্যেও অন্যতম প্রধান ভূমিকা ছিল তাঁর। তিনিও রয়েছেন দলে। সৈয়দ মুস্তাক আলি-তে বাংলার অন্যতম ভরসা হয়ে উঠতে পারেন অলরাউন্ডার।
তবে ২৬ জনের দলে কে অধিনায়ক, তা স্পষ্ট করেনি সিএবি। মনোজ তিওয়ারির পর গত মরসুমে বাংলা দলের নেতৃত্বের ভার সামলেছিলেন অভিমন্যু ঈশ্বরণ। যদিও সোমবার প্রকাশিত ক্রিকেটারদের তালিকায় অভিমন্যুকে অধিনায়ক হিসাবে উল্লেখ করা হয়নি। যদিও সিএবি সূত্রে খবর, এটা নেহাতই সম্ভাব্য় দল আর অভিমন্যুই হয়তো অধিনায়ক থেকে যাবেন চূড়ান্ত দলে। গত মরসুমে তাঁর নেতৃত্বে রঞ্জি ফাইনাল খেলেছিল বাংলা।
বুধবার রাতে কলকাতায় আসছেন ভি ভি এস লক্ষ্মণ। বৃহস্পতিবার থেকে সল্ট লেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে বাংলার প্রস্তুতি শিবির শুরু হওয়ার কথা। প্রথম দিন থেকেই লক্ষ্মণের ক্লাস করার সুযোগ মনোজ-সুদীপ চট্টোপাধ্যায়দের সামনে।
২৬ জনের সম্ভাব্য দল: অভিমন্যু ঈশ্বরণ, মনোজ তিওয়ারি, সুদীপ চট্টোপাধ্যায়, অনুষ্টুপ মজুমদার, শ্রীবৎস গোস্বামী, ঈশান পোড়েল, কাজি জুনেইদ সইফি, ঋত্বিক রায়চৌধুরী, শুভম চট্টোপাধ্যায়, বিবেক সিংহ, শাহবাজ আমেদ, অর্ণব নন্দী, সুদীপ ঘরামি, মুকেশ কুমার, আকাশ দীপ, রবিকান্ত সিংহ, অভিষেক দাস, সন্দীপন দাস (সিনিয়র), মহম্মদ কাইফ, শুভম সরকার, অরিত্র চট্টোপাধ্যায়, শুভঙ্কর বল, ঋত্বিক চট্টোপাধ্যায়, প্রয়াস রায় বর্মন, সুজিত যাদব এবং কাইফ আমেদ।
সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টির জন্য ২৬ জনের সম্ভাব্য দল ঘোষণা বাংলার, বৃহস্পতিবার থেকে লক্ষ্মণের ক্লাসে মনোজরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Dec 2020 12:52 AM (IST)
বুধবার রাতে কলকাতায় আসছেন ভি ভি এস লক্ষ্মণ। বৃহস্পতিবার থেকে সল্ট লেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে বাংলার প্রস্তুতি শিবির শুরু হওয়ার কথা। প্রথম দিন থেকেই লক্ষ্মণের ক্লাস করার সুযোগ মনোজ-সুদীপ চট্টোপাধ্যায়দের সামনে।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -