কলকাতা: দু’ সপ্তাহের মধ্যে ১০০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম। কলকাতায় ভর্তুকিহীন এলপিজি-র দাম হল ৭২০ টাকা ৫০ পয়সা। এর আগে এ মাসেরই ২ তারিখ ৫০ টাকা বেড়েছিল রান্নার গ্যাসের দাম। বাণিজ্যিক ব্যবহারের ১৯ কেজি এলপিজি-র দাম বেড়ে হয়েছে ১ হাজার ৩৮৭ টাকা ৫০ পয়সা।


জুলাই মাসে সাড়ে ৪ টাকা বেড়েছিল রান্নার গ্যাসের দাম। তার আগে জুন মাসে এলপিজি-র দাম ৩২ টাকা বেড়েছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতে ১৪৯ টাকা দাম বেড়েছিল রান্নার গ্যাসের। সেটাই এ বছরের সর্বোচ্চ দামবৃদ্ধি। তবে দাম বাড়লেও প্রয়োজনের চেয়ে তা কমই বাড়ানো হয়েছে বলে বিভিন্ন তেল সংস্থা সূত্রের দাবি। যদিও, তারা এই দাবি করলেও, ধাপে ধাপে যেভাবে রান্নার গ্যাসের দাম বাড়ানো হচ্ছে, তাতে দুশ্চিন্তায় সাধারণ মানুষ। কারণ বছর দেড়েক ধরে ভর্তুকিযোগ্য ১৪.২ কেজির সিলিন্ডারের দাম ধাপে ধাপে কেন্দ্র এতটাই বাড়িয়েছে যে, অধিকাংশ জায়গায় আর ভর্তুকি মিলছেই না। যেখানে মিলছে, সেখানেও তা নগণ্যই।

খোদ পেট্রোলিয়াম মন্ত্রকের তথ্যই জানিয়েছে, গত বছরের জুলাইয়ের তুলনায় এ বছরের জুলাইয়ে ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দাম ৪৯৪.৩৫ টাকা থেকে বেড়ে ৫৯৪ টাকায় এসে দাঁড়িয়েছে। সরকারি সূত্রের খবর, দাম বাড়িয়ে ভর্তুকি কমানোয় সরকারের প্রায় ২২ হাজার কোটি সাশ্রয় হবে।

গত অর্থবর্ষে রান্নার গ্যাসের ভর্তুকি ছিল ২২,৬৩৫ কোটি টাকা। চলতি অর্থবর্ষের প্রথম তিন মাসে মাত্র ১,৯০৫ কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। লকডাউনের পরে নরেন্দ্র মোদি সরকার আট কোটি গরিব পরিবারের জন্য প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় বিনামূল্যে সিলিন্ডারের ঘোষণা করেছিল। কিন্তু এখনও প্রায় ১৮ কোটি পরিবার রান্নার গ্যাসের ভর্তুকি থেকে বঞ্চিত। এই পরিস্থিতিতে ফের রান্নার গ্যাসের দাম বৃদ্ধিতে বিপাকে সেই সাধারণ মানুষ।