নয়াদিল্লি : দিল্লির প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ উঠেছিল যে পুলিশ আধিকারিকের বিরুদ্ধে, তাঁর বিরুদ্ধেই এবার অভব্য আচরণের অভিযোগ তুললেন মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আপ সুপ্রিমো জানিয়েছেন, দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে তাঁর নিরাপত্তাবেষ্টনী থেকে ওই অফিসারকে সরানোর আবেদন জানিয়েছেন তিনি। আবেদনে কেজরিওয়াল লিখেছেন, অ্যাসিস্ট্যান্ট কমিশনার এ কে সিংহ তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। শুক্রবার তাঁকে যখন শুনানির জন্য আনা হচ্ছিল তখন তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে। যদিও অভিযুক্ত অফিসার কেজরিওয়ালের সঙ্গে কী করেছেন তা এখনও জানা যায়নি।


গত বছর একই আদালত চত্বরে সাংবাদিকরা যখন সিসোদিয়াকে প্রশ্ন করতে যান সেই সময় তাঁর ঘাড় ধরে ওই অফিসার আটকছিলেন বলে অভিযোগ ওঠে। ভিডিওয় সেই দৃশ্য ধরাও পড়ে। এনিয়ে লিখিত অভিযোগও দায়ের করেন মণীশ সিসোদিয়া। যদিও অভিযোগ অস্বীকার করে দিল্লি পুলিশ। উপরন্তু তারা দাবি করে, ভিডিওয় যে দৃশ্য ধরা পড়েছে নিরাপত্তার জন্য সেই পদক্ষেপের প্রয়োজন ছিল। তাছাড়া কোনও অভিযুক্তের সংবাদমাধ্যমের সামনে বিবৃতি দেওয়াটা আইন বিরুদ্ধ। এরপর পুলিশের তরফেও আদালতে আবেদন জানানো হয়। তাতে আবেদন জানানো হয়, মণীশ সিসোদিয়াকে যদি ভিডিও কনফারেন্সে আনা হয়। তারা দাবি করে, দিল্লির প্রাক্তন উপ মুখ্যমন্ত্রীকে সশরীরের হাজির করালে আপ সমর্থক ও সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আদালত চত্বরে জড়ো হয়ে বিশৃঙ্খলা তৈরি করছেন।


আবগারি দুর্নীতির অভিযোগে, দিল্লির মুখ্য়মন্ত্রীকে গ্রেফতার করেছে ইডি। দুর্নীতিকে ঝেঁটিয়ে বিদায় করার ডাক দিয়ে যিনি রাজনীতিতে পা রেখেছিলেন, সেই অরবিন্দ কেজরিওয়ালকেই ED গ্রেফতার করেছে দুর্নীতির অভিযোগে ! ২৮ মার্চ পর্যন্ত তাঁর ইডি হেফাজতের নির্দেশ হয়েছে। আবগারি দুর্নীতির কিংপিন কেজরিওয়াল, মদ ব্যবসায়ীর থেকে ঘুষ চেয়েছিলেন ১০০ কোটি, রাউস অ্যাভিনিউ কোর্টে এমনই দাবি করে কেন্দ্রীয় এজেন্সি।এই প্রেক্ষাপটে এরাজ্য়ের বিজেপি নেতারা প্রশ্ন তুলছেন, দিল্লির ক্ষেত্রে যা বলা হচ্ছে, বাংলাতেও তা প্রযোজ্য় নয় কি ? পাল্টা সিপিএম-কংগ্রেস আবার প্রশ্ন তুলছে, দিল্লিতে ED-র যে তৎপরতা, তা বাংলায় উধাও কি সেটিংয়ের জন্য় ?


আরও পড়ুন ; 'বিরোধী নেতাদের টার্গেট করছে বিজেপি', কেজরিওয়ালের গ্রেফতারির পর কমিশনের দ্বারস্থ I.N.D.I.A ব্লক


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে