নয়াদিল্লি: অন্তর্বর্তী জামিনে মুক্ত হয়েছেন একদিন আগেই। আর শনিবারই সাংবাদিক বৈঠক করে বিজেপি-কে তীব্র আক্রমণ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর দাবি, শুধু বিরোধীদের জেলে ঢুকিয়েই ক্ষান্ত হবে না বিজেপি, আগামী দিনে নিজের দলের লোকেদেরও জেলে পুরবে তারা। কেজিরওয়ালের দাবি, 'এক দেশ, এক নেতা'র লক্ষ্যপূরণ করার পথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের রাজনৈতিক কেরিয়ারও শীঘ্রই শেষ হয়ে যাবে বলে দাবি করলেন তিনি। (Arvind Kejriwal)
শনিবার সাংবাদিক বৈঠক করেন কেজরিওয়াল। তিনি বলেন, "লালকৃষ্ণ আডবানি, মুরলি মনোহর জোশী, শিবরাজ সিংহ চৌহান, বসুন্ধরা রাজে, মনোহরলাল খট্টর, রমন সিংহের রাজনৈতিক জীবন শেষ করে দেওয়া হয়েছে। এর পর যোগী আদিত্যনাথের পালা। এবার যদি জেতেন উনি (মোদি), তাহলে দু'মাসের মধ্যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বদল করবেন, আমার কথা লিখে রাখুন।" (Kejriwal on Yogi)
বিজেপি-র অন্দরে ক্ষমতার টানাপোড়েনের নেপথ্যে মোদি এবং অমিত শাহই রয়েছেন বলে এদিন দাবি করেন কেজরিওয়াল। এ প্রসঙ্গে বিধানসভা নির্বাচনের প্রসঙ্গও টানেন তিনি। জানান, বিধানসভা নির্বাচনের আগে একাধিক রাজ্যে মুখ্যমন্ত্রী বদল করে বিজেপি। জনপ্রিয় নেতাদের ডানা ছাঁটতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয় বলে দাবি কেজরিওয়ালের।
কেজরিওয়ালের বক্তব্য, "আমাদের দেশ বহু পুরনো। যখনই কোনও স্বৈরাচারী সবকিছু দখল করতে চেয়েছেন, মানুষ তাঁকে উপড়ে ফেলে দিয়েছেন। আজও একজন স্বৈরাচারী দেশের গণতন্ত্রকে শেষ করে দিতে চাইছেন। আজ দেশের ১৪০ কোটি মানুষের কাছে ভিক্ষা চাইতে এসেছি আমি, এই স্বৈরাচারীর হাত থেকে দেশকে রক্ষা করতে আমাকে সমর্থন করুন। আমাকে ২১ দিন দিয়েছে সুপ্রিম কোর্ট। এই ২১ দিনে দেশের সর্বত্র যাব আমি। আমার শেষ রক্তবিন্দুও এই দেশের জন্যই অর্পণ করব।"
এবছর লোকসভা নির্বাচনে বিজেপি জয়ী হলে, বিরোধী শিবিরের সব নেতাদেরই একে একে জেলে পোরা হবে বলেও এদিন দাবি করেন কেজরিওয়াল। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়, উদ্ধব ঠাকরে, তেজস্বী যাদব, এমকে স্ট্যালিন, পিনারাই বিজয়নের মতো নেতাদের জেলে পোরা বিজেপি-র লক্ষ্য বলে জানিয়েছে কেজরিওয়াল।