নয়া দিল্লি (New Delhi constituency) আসন থেকে ভোটে লড়ছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Former Delhi Chief Minister and Aam Aadmi Party ) ।  তাঁর বিরুদ্ধে রয়েছেন বিজেপির পারভেশ ভার্মা এবং কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত।  কেজরিওয়াল মনোনয়ন জমা দিয়েছেন বুধবার। আর সেখানেই সামনে এসেছে দিল্লির আইআইটিয়ান প্রাক্তন মুখ্যমন্ত্রীর সম্পত্তির পরিমাণ। 

হলফনামায় দেওয়া তথ্য অনুসারে, প্রতি বছরই একটু একটু করে কমে গিয়েছে তাঁর সম্পত্তির পরিমান। ২০২৩ - ২৪ আর্থক বছরে কেজরিওয়ালের আয় ছিল ৭.২১ লক্ষ টাকা। অথচ তার থেকে মাত্র কয়েক বছর আগে ২০২০ সালে তিনি ৪৪ লাখ টাকার উপর রোজগার করেছেন। হ্যাঁ ঠিকই পড়েছেন। এতটাই কমে গিয়েছে আপ-নেতার আয়! এখন তাঁর মূল রোজগার বিধায়ক হিসাবে পাওয়া বেতনটুকুই। 

নির্বাচন কমিশনে জমা দেওয়া  হলফনামায়, কেজরিওয়াল উল্লেখ করেছেন, তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১.৭৩ কোটি টাকা।  কেজরিওয়াল জানিয়েছেন, তাঁর নিজের কোনও বাড়ি নেই। নেই গাড়িও।  হলফনামা বলছে, কেজরিওয়ালের অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩.৪৬ লক্ষ টাকা। এর মধ্যে ২.৯৬ লক্ষ টাকা রাখা আছে ব্যাঙ্কে। এটুকুই তাঁর সঞ্চয়। হাতে রয়েছে ৫০ হাজার টাকা নগদ টাকা। গাজিয়াবাদে একটি  ফ্ল্যাট রয়েছে তাঁর। এছাড়াও যা যা স্থাবর সম্পত্তি আছে, তার মূল্য ১.৭ কোটি টাকা। কেজরিওয়ালের হলফনামা অনুসারে তাঁর কোনও ফিক্সড ডিপোজিটও নেই। শেয়ার বাজারেও তিনি বিনিয়োগ করেননি। এছাড়া তাঁর নামে কোনও লাইফ ইন্স্যুরেন্সের উল্লেখও নেই।  

তবে কেজরিওয়ালের থেকে তাঁর স্ত্রী সুনীতার সম্পত্তি বেশি। তিনি একজন অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিক । তাঁর মোট আড়াই কোটি টাকার সম্পত্তি আছে।  তাঁর অস্থাবর সম্পত্তিও কোজরিওয়ালের থেকে বেশি, যার মূল্য ১ কোটি টাকা। এর মধ্যে ২৫ লক্ষ টাকার গয়নাগাটি আছে তাঁর।  গুরুগ্রামে সুনীতার একটি বাড়ি আছে, যার মূল্য দেড় কোটি টাকা। সুনীতার বার্ষিক আয় প্রায় কেজরিওয়ালের দুই গুণ ! সবটাই পান সরকারী কর্মচারী হিসাবে তার পেনশন থেকে। হিসেব করলে দেখ যায় কেজরি - যুগল একত্রে ৪.২৩ কোটি টাকার মতো সম্পত্তির অধিকারী। হলফনামা থেকে আরও জানা গিয়েছে, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ১৪টি ফৌজদারি মামলা রয়েছে।়

অন্যদিকে, দিল্লি বিধানসভা নির্বাচনের আগে অরবিন্দ কেজরিওয়াল চাপে পড়তে পারেন স্বরাষ্ট্র মন্ত্রকের সিদ্ধান্তে।   আবগারি দুর্নীতি মামলায় তাঁর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালিয়ে যেতে পারবে ইডি, অনুমোদন দিয়েছে  স্বরাষ্ট্র মন্ত্রক।  

আরও পড়ুন : 

গভীর রাতে সইফ আলি খানের ওপর হামলা, বাড়িতেই আক্রান্ত অভিনেতা