নয়াদিল্লি: ৪৫ ঊর্ধ্বদের টিকাকরণের জন্য এবার নতুন উদ্যোগ নিল দিল্লি সরকার। যেখানে ভোট সেখানে টিকাকরণ কর্মসূচি শুরু করল কেজরীবাল সরকার। আজ সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানান দিল্লির মুখ্যমন্ত্রী।


এদিন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল বলেন, আজ থেকে যেখানে ভোট সেখানে টিকাকরণ কর্মসূচি শুরু করা হল। এই কর্মসূচির আওতায় প্রত্যেককে নিজেদের ভোট কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন। ভ্যাকসিন অপ্রতুল না হলে আমরা ৪ সপ্তাহের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণ করতে পারব। ৪৫ ঊর্ধ্বরা এই টিকাকরণ কর্মসূচিতে অংশ নিতে পারবেন।


৪৫ বছর বা তার বেশি বয়সী ৭৫ লক্ষ দিল্লিবাসীকে দেওয়া হবে ভ্যাকসিন। এদের মধ্যে ২৭ লক্ষ জন  প্রথম ডোজ পেয়েছেন এবং বাকি ৩০ লক্ষ জনকে দেওয়া হবে প্রথম ডোজ। সরকারের তরফ থেকে প্রত্যেকের কাছে আবেদন করা হবে, যেন তাঁরা নিকটবর্তী ভোট কেন্দ্রে গিয়ে টিকা নেন।


মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দিল্লিতে মোট ২৮০টি ওয়ার্ড আছে। যার মধ্যে ৭০টি ওয়ার্ডে আজ, সোমবার থেকেই এই কর্মসূচি শুরু হচ্ছে। ইতিমধ্যে বুথ স্তরের অফিসারদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট অফিসার প্রত্যেক বাড়িতে গিয়ে ৪৫ ঊর্ধ্ব কোনও ব্যক্তি আছেন কি না সে সম্পর্কে খোঁজ নেবেন। নিকটবর্তী বুথে সংশ্লিষ্টদের জন্য স্লট বুক করবেন।


উল্লেখ্য, গত ২৫ মার্চ দিল্লিতে দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল ৫ হাজার ৮৮৯। সর্বেশেষ বুলেটিন অনুযায়ী, একদিনে রাজধানীতে করোনা আক্রান্ত হয়েছেন ৩৮১ জন। মৃত্যু হয়েছে ৩৪ জনের। আজ, সোমবার সকাল থেকে দিল্লিতে শুরু হচ্ছে আনলক পর্ব। দিল্লির সব শপিং মল, মার্কেটে প্রশাসনের পক্ষ থেকে নোটিস দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, অড-ইভেন ফর্মুলায় সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। প্রতিদিন ৫০ শতাংশ দোকান খোলা থাকবে। শপিং মল ও মার্কেটের বাইরে সাধারণ দোকানগুলি খোলা রাখার ক্ষেত্রেও কোনও বাধা নেই। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ছাড়া বাকি সব দোকানই সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে।