নয়া দিল্লি: সুপ্রিম কোর্টে খারিজ হয়েছে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়ার জামিনের আবেদন। সেই অস্বস্তি নিয়েই দিল্লির আবগারি দুর্নীতি মামলায় আজ ED-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন অরবিন্দ কেজরিওয়াল। এই মামলায় আগেই গ্রেফতার হয়েছেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়া ও আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং। 


এই প্রেক্ষিতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও গ্রেফতার করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরই মন্ত্রিসভার সদস্য অতিশী। এই টানাপোড়েনের মধ্যে কেজরিওয়াল আজ ED দফতরে হাজিরা দেন কি না, সেটাই দেখার। এর আগে ১৬ এপ্রিল, আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে ED।                              


২০২১ সালে, দিল্লির আবগারি নীতিতে বদল আনে অরবিন্দ কেজরিওয়াল সরকার। তখন দিল্লির আবগারি মন্ত্রী ছিলেন মণীশ শিসোদিয়া। অভিযোগ ওঠে, আবগারি নীতিতে বদল এনে, টাকার বিনিময়ে কয়েক জন ব্যবসায়ীকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়া হয়েছিল। সেই মামলায় চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি মণীশ শিসোদিয়াকে গ্রেফতার করে সিবিআই। একই মামলায় ৪ অক্টোবর ED-র হাতে গ্রেফতার হন আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং।                                                   


সঞ্জয় সিংকে গ্রেফতারি নিয়ে এর আগে অরবিন্দ কেজরিওয়াল বলেছিলেন, সঞ্জয় সিংকে গ্রেফতার করা সম্পূর্ণ বেআইনি। মোদিজি যে আতঙ্কিত তা, এর থেকেই স্পষ্ট। নির্বাচনের আগে তারা আরও অনেক বিরোধী দলের নেতাকে গ্রেফতার করবে।


আরও পড়ুন, তিল তিল করে জমানো টাকা উঠল চিতায়, আগুনের গ্রাস থেকে কাকার শেষ সম্বল উদ্ধার করলেন ভাইপো


এর আগে এপ্রিল মাসে কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। একটি সাংবাদিক বৈঠক করে দিল্লির মন্ত্রী অতসী বলেন, বিজেপি আপকে নির্বাচনে হারাতে না পেরে এবার কেজরিওয়ালকে নিশানা করেছে। যদি তাকে ইডি গ্রেফতার করে তবে তা হবে বিজেপির বিরুদ্ধে কথা বলার খেসারত।  


গত এপ্রিলে অবশ‌্য কেজরিওয়ালকে সিবিআই একবার তলব করেছিল। এবং ন’ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে বলেও নিজেই জানিয়েছিলেন কেজরি। এবার তাঁকে ডাকা হয়েছে ইডির তরফে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে দুর্নীতির ‘কিং পিন’ বলে এবার তাঁর গ্রেফতারির পালা বলে কটাক্ষ করেছে বিজেপি।