মুম্বই: চলতি বিশ্বকাপে (ODI World Cup 2023) দুরন্ত ছন্দে রয়েছে টিম ইন্ডিয়া। ছয়টি ম্যাচের মধ্যে ছয়টিতেই জয় পেয়েছে ভারতীয় দল। আজ মুম্বইয়ের ওয়াংখেড়েতে শ্রীলঙ্কাকে হারাতে (IND vs SL) পারলেই মেগা টুর্নামেন্টের শেষ চারের টিকিট পাকা করে ফেলবে রোহিত শর্মার নেতৃত্নাধীন ভারতীয় দল। সেই ম্যাচের আগেই দলের তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) ফিটনেস আপডেট দিলেন দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।


বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে হার্দিক গোড়ালিতে চোট পেয়েছিলেন। সেই চোটের জেরেই গত দুই ম্যাচ খেলতে পারেননি তিনি। শোনা যাচ্ছিল চোট সারিয়ে মুম্বইয়ে টিম ইন্ডিয়ার সঙ্গে যোগ দেবেন তিনি। তবে তেমনটা হচ্ছে না। হার্দিকের শারীরিক আপডেট দিয়ে রোহিত বলেন, 'হার্দিকের আপডেট অত্যন্ত ইতিবাচক। ওর সুস্থ হওয়ার প্রক্রিয়া ঠিকঠাকভাবেই এগোচ্ছে। যদিও শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে পারবে না ও। হার্দিকের শারীরিক পরিস্থিতির দিকে আমরা প্রত্যেকদিনই নজর রেখেছি। আশা করছি দ্রুতই ফিরে আসবে ও। এখন এর থেকে বেশি আর কিছু বলা সম্ভব নয়।'


হার্দিকের ব্যাট হাতে মিডল অর্ডারের শক্তি বাড়ানোর পাশাপাশি চতুর্থ ফাস্ট বোলারের ভূমিকাও পালন করেন। তাঁর অনুপস্থিতিতে তাই ভারতীয় দলের একাদশে বেশ কিছু রদবদল ঘটানো হয়েছে। গত ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে সুযোগ পেয়ে ভাল ইনিংস খেলেছিলেন সূর্যকুমার যাদব। বিশ্বকাপে প্রথম চার ম্যাচে বসে থাকতে হলেও, গত দুই ম্যাচে মোট নয় উইকেট নিয়েছেন মহম্মদ শামি। অপরদিকে যশপ্রীত বুমরা দুরন্ত ছন্দে। তবে তিনি নাগাড়ে প্রথম ছয় ম্যাচই খেলেছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে কী তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে? সেই প্রশ্ন কিন্তু একাধিক মহলে ঘোরাফেরা করছে।


ওয়াংখেড়ে মাঠ ছোট। পিচে ভাল বাউন্সও রয়েছে। তাই ব্যাটাররা সবসময়ই ওয়াংখেড়ের পিচে ব্যাটিং করাটা উপভোগ করেন। প্রচুর রানও ওঠে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দল টস জিতলে আগে ব্যাটিং বা বোলিং, ভারতীয় দল ঠিক কী করতে আগ্রহী, সেই বিষয়ে অধিনায়ক রোহিত কিন্তু আগেভাগেই কিছুই জানাতে চাননি। তিনি জানান ওয়াংখেড়ের পিচ দেখে সেই বুঝেই ম্যাচের দিন সকালবেলা টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট এই বিষয়ে সিদ্ধান্ত নেবে।। 'আমরা সকালবেলা আগে পিচ পর্যবেক্ষণ করব এবং সেই বুঝেই ব্যাটিং বা বোলিং করার সিদ্ধান্ত নেব।' বলেন রোহিত।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: গল্ফ কার্টের থেকে মাঠে পড়ে মাথায় চোট, ইংল্যান্ড ম্যাচ থেকে ছিটকে গেলেন ম্যাক্সওয়েল