নয়াদিল্লি: রাজধানীতে প্রকট হয়েছে অক্সিজেন সঙ্কট। আর এই পরিস্থিতে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের অক্সিজেন চেয়ে চিঠি লিখলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবাল। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, রাজধানীতে অপ্রতুল অক্সিজেন। তাই এই অবস্থায় পাশে দাঁড়াক প্রতিবেশী রাজ্য সহ কেন্দ্রশাসিত অঞ্চলগুলি।


চিঠিতে অরবিন্দ কেজরিবাল লিখেছেন, আমি সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি। অতিরিক্ত অক্সিজেন দিল্লিতে  সরবরাহ করার জন্য তাদের কাছে অনুরোধ করছি। যদিও কেন্দ্রীয় সরকার আমাদের  সহায়তা করছে। করোনার তীব্রতা এমনই যে কোনও সংস্থানই অপ্রতুল প্রমাণিত হচ্ছে। একইসঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের কাছে জানতে চেয়েছেন , কোনও সংস্থা থেকে অক্সিজেন ট্যাঙ্কার পাওয়া সম্ভব হবে কি না। তিনি চিঠিতে উল্লেখ করেছেন, অক্সিজেনের অভাবে রাজধানীর ভয়াবহ পরিস্থিতির কথা। দিল্লির একাধিক হাসপাতালে অক্সিজেনের অভাবে মানুষের মৃত্যু হয়েছে তা উল্লেখ করেছেন তিনি।



কখনও দিল্লির জয়পুর গোল্ডেন হাসপাতাল, কখনও দিল্লির এলএনজেপি, বাটরা হাসপাতাল। একে একে প্রকট হয়েছে অক্সিজেন সঙ্কট। জয়পুর গোল্ডেন হাসপাতালে অক্সিজেন না পেয়ে ২৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। আর এরপরই অক্সিজন চেয়ে মুখ্যমন্ত্রীদের চিঠি দিলেন অরবিন্দ কেজরিবাল। দিল্লিতে অক্সিজেনের এই হাহাকারের মধ্যেই অক্সিজেন সিলিন্ডার নিয়ে কালোবাজারির অভিযোগ উঠেছে। রাজধানীর দশরথপুরী এলাকায় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ৩২টি বড় অক্সিজেন সিলিন্ডার ও ১৬টি ছোট অক্সিজেন সিলিন্ডার বাজেয়াপ্ত করেছে দিল্লি পুলিশ। গ্রেফতার করা হয়েছে ১ জনকে। ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ।