নয়াদিল্লি: ইস্তেহার নয়। নির্বাচনের আগে দিল্লিবাসীকে ‘গ্যারান্টি কার্ড’ দিলেন আম আদমি পার্টি সুপ্রিমো কেজরীবাল। রবিবার প্রকাশিত এই ‘গ্যারান্টি কার্ড’-এ আছে ১০টি প্রতিশ্রুতি। তার মধ্যে তিন-তিনবার তিনি দিল্লির বায়ুদূষণ কমানোর কথা উল্লেখ করেছেন। বলেছেন, দিল্লিকে সবুজ করে তোলার কথা। এছাড়া দিল্লিবাসীকে বিনামূল্যে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ, ২৪ ঘণ্টা পানীয় জলের প্রতিশ্রুতি দিয়েছেন কেজরীবাল।
কোন কোন বিষয়ের উল্লেখ আছে কেজরীবালের ‘গ্যারান্টি কার্ড’-এ? চলুন দেখে নিই।

• প্রথম প্রতিশ্রুতি: ২৪ ঘণ্টা বিদ্যুৎ পরিষেবা পাবেন দিল্লিবাসী। তার মধ্যে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ মিলবে বিনা মূল্যে। আন্ডারগ্রাউন্ড কেবলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ হবে।
• দ্বিতীয় প্রতিশ্রুতি: বিনামূল্যে ২৪ ঘণ্টা পানীয় জল প্রতিটি বাড়িতে পৌঁছে যাবে। প্রতি মাসে ২০ হাজার লিটার জল বিনামূল্যে পেতে থাকবেন দিল্লির মানুষ।
• তৃতীয় প্রতিশ্রুতি: দিল্লির সব শিশুরা আন্তর্জাতিক মানের শিক্ষার সুযোগ পাবে।
• চতুর্থ প্রতিশ্রুতি: স্বাস্থ্য পরিষেবা উন্নততর হবে।
• পঞ্চম প্রতিশ্রুতি: আগামী পাঁচ বছরে দিল্লির রাস্তায় আরও ১১ হাজার বাস নামাবে। ৫০০ কিলোমিটার অবধি বাড়ানো হবে মেট্রো পরিষেবা। মহিলা ও পড়ুয়াদের যাতায়াতের খরচ লাগবে না।
• ষষ্ঠ প্রতিশ্রুতি: বায়ু দূষণের প্রকোপ কমাতে সচেষ্ট থাকবে সরকার। যমুনা পরিষ্কার করা হবে।
• সপ্তম প্রতিশ্রুতি: আগামী ৫ বছরে রাজধানী শহরকে আবর্জনা মুক্ত করা হবে।
• অষ্টম প্রতিশ্রুতি: মহিলাদের জন্য দেশের রাজধানীকে আরও নিরাপদ করতে সচেষ্ট থাকবে আপ সরকার। এলাকা ভিত্তিক মার্শাল নিয়োগের ব্যবস্থা করবে সরকার।
• নবম প্রতিশ্রুতি: ঝুপড়ি এবং বস্তি এলাকায় জল, ভাল রাস্তা, বিদ্যুৎ ও সিসিটিভি বসানো হবে।
• দশম প্রতিশ্রুতি: ঝুপড়ি এবং বস্তিতে যাঁরা থাকেন, তাঁদের জন্য পাকাবাড়ির ব্যবস্থা করবে সরকার।