মুম্বই: শাহরুখ পুত্র আরিয়ান খানের (Aryan Khan) মাদক মামলায় তোলাবাজির বা ঘুষ নেওয়ার কোনও প্রমাণ মেলেনি, বুধবার এমনটাই জানাল মুম্বই পুলিশ (Mumbai Police)। চলতি বছরের ৩ অক্টোবর কর্ডেলিয়া ক্রুজের মাদক কাণ্ডে গ্রেফতার করা হয় তারকা পুত্রকে। এদিন একইসঙ্গে জানানো হয় যে পরবর্তী আদেশ না মেলা পর্যন্ত তদন্ত বন্ধ থাকবে।


সংবাদ সংস্থা এএনআইকে মুম্বই পুলিশ জানিয়েছেন, 'ক্রুজের মাদক মামলায় তোলাবাজির অভিযোগের ভিত্তিতে তদন্ত পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বন্ধ করা হয়েছে।' এই মামলায় মুম্বই পুলিশের তৈরি বিশেষ তদন্তকারী দল প্রায় ২০ জনকে জিজ্ঞাসাবাদ করেছে। পুলিশের কথায়, 'কোনও কেস রেজিস্টার হয়নি কারণ কোনও প্রমাণ মেলেনি'। 


অভিযুক্তদের মধ্যে অন্যতম হলেন বলিউড সুপারস্টার শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। আপাতত তিনি জামিনে জেলের বাইরে। 


নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-এর (NCB) সাক্ষী প্রভাকর সেইল অভিযোগ করেন যে তিনি ফোনে ২৫ কোটি টাকা দেওয়া-নেওয়ার কথা শুনেছেন। এরপরই তদন্তের জন্য মুম্বই পুলিশ একটি বিশেষ দল গঠন করে।


আরও পড়ুন: Larger Than Life News: বড় ঘোষণা 'মসিহা' সোনু সুদের, সোশ্যাল মিডিয়ার পোস্টে জল্পনা


অন্যদিকে সম্প্রতি আরিয়ান খানের আইনজীবীরা বম্বে হাইকোর্টে আবেদন করেন যাতে প্রতি শুক্রবার এনসিবি দফতরে হাজিরা দেওয়া থেকে রেহাই দেওয়া হয় তাঁদের মক্কেলকে। আবেদনে জানানো হয়, ইতিমধ্যেই আরিয়ান খানের মামলা মুম্বই থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছে। যাবতীয় তদন্তের কাজ সেখান থেকেই হচ্ছে। তাই মুম্বই অফিসে প্রতি শুক্রবার হাজিরার শর্ত যাতে শিথিল করা হয়, সেই আবেদনই রাখা হয়েছে আরিয়ানের আইনজীবীদের পক্ষ থেকে। অবশেষে আরিয়ান খানকে বড় স্বস্তি দিল বম্বে হাইকোর্ট। জানা গিয়েছে, প্রতি শুক্রবার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর দফতরে হাজিরা দেওয়া থেকে নিষ্কৃতি দিয়েছে বম্বে হাইকোর্ট। বিচারপতি নীতিন সাম্ব্রের সিঙ্গল বেঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তের প্রয়োজনেই শুধুমাত্র ডেকে পাঠানো যাবে শাহরুখ-পুত্রকে। এবং ডেকে পাঠানোর অন্তত ৭২ ঘণ্টা আগে নোটিস পাঠাতে হবে।