নয়াদিল্লি: করোনা (Coronavirus) অতিমারী পৃথিবীর বুকে আছড়ে পড়ার পর থেকে সাধারণ মানুষের 'মসিহা' হিসেবে ঠিক যেন আবির্ভাব হয়েছে অভিনেতা সোনু সুদের (Sonu Sood)। পর্দার খলনায়ক বিপদে পড়া সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন, পরম যত্নে তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়েছেন। 


তাঁর কাজের হিসেব না করলেও চলে। সোশ্যাল মিডিয়ায় সোনু সুদের নামে তাঁর সিনেমার থেকে বেশি বোধ হয় সমাজকর্মের তালিকা চোখে পড়ে। তবে শুধু সমাজের উপকারই নয়, অভিনেতা ফের নিজের কাজেও মন দিয়েছেন। হিন্দি ছবির সঙ্গে একাধিক দক্ষিণী ছবিতেও কাজ করেছেন সোনু। আজ সকালেই নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন অভিনেতা। যা দেখে উত্তেজিত তাঁর অনুরাগী মহল। একটি পোস্টার শেয়ার করে অভিনেতা লেখেন, 'এরপর কী?' (What's Next) সেখান থেকেই শুরু হয়েছে জল্পনা।


 






বুধবার নিজের অনুরাগীদের জন্য একটি সারপ্রাইজ নিয়ে আসেন অভিনেতা। তাঁর নতুন পোস্টার ঘিরে একাধিক জল্পনা কল্পনা তৈরি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। পোস্টের ক্যাপশনে অভিনেতা জল্পনা জিইয়ে রেখে লেখেন, 'নতুন মিশন উন্মোচন করছি?' (Unveiling a new mission?) পোস্টারে তাঁর ছবি, থিমে অজস্র সংখ্যা। সূত্রের খবর, খুব শীঘ্রই বড় কোনও ঘোষণা করতে চলেছেন সোনু সুদ। তিনি নিজেও বেশ উত্তেজিত। 'লার্জার দ্যান লাইফ' (Larger Than) হতে চলেছে সেই ঘোষণা। 


আরও পড়ুন: Lucifer Netflix: নেটফ্লিক্সের হাত ধরে ডিজিট্যাল ডেবিউ শেহনাজ গিলের? 'লুসিফার' সিরিজের পোস্টার ঘিরে উত্তেজনা


তাঁর পোস্টে ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়েছে। কমেন্ট ভরেছে একাধিক প্রশ্নে। সকলেই বিস্তারিত জানতে উৎসুক। অপেক্ষায় সকলেই।