নয়াল্লি: সব জল্পনা সত্যি করে বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নীতীশ কুমার (Nitish Kumar)। রাজভবনে  গিয়ে জমা দিলেন নিজের ইস্তফাপত্র, যা হাতে পেয়ে রাজ্যের বর্তমান সরকার ভেঙে দিয়েছেন রাজ্যপাল। বিজেপি-র সঙ্গে হাত মিলিয়ে নীতীশ ফের বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন। কিন্তু সংখ্যার নিরিখে বিহার বিধানসভায় এই মুহূর্তে একক বৃহত্তম দল লালুপ্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল (RJD)। 'বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী' অবস্থান নিয়ে চলছে তারা। তাই সংখ্য়ার নিরিখে রাজ্যের বর্তমান রাজনৈতিক সমীকরণ নিয়ে কাটাছেঁড়া শুরু হয়েছে। (Bihar Assembly)


বিহার বিধানসভায় এই মুহূর্তে একক বৃহত্তম দল RJD. বিধানসভার মোট আসন সংখ্যা ২৪৩। এর মধ্যে RJD-র বিধায়কের সংখ্যা ৭৯। নীতীশের সংযুক্ত জনতা দলের বিধায়ক (JD(U)) সংখ্যা ৪৫। রাজ্য বিধানসভায় BJP-র ৭৮ জন বিধায়ক রয়েছেন। CPI (ML) (L)-এর বিধায়ক সংখ্যা ১২, কংগ্রেসের ১৯, HAM (S)-এর ৪।  AIMIM-এর ১, CPM-এর ২, CPI-এর ২ এবং এক জন নির্দল বিধায়ক রয়েছেন। বিধানসভার ম্যাজিক সংখ্যা ১২২। এর পাশাপাশি,  HAM আগেই NDA-তে যোগ দিয়েছে।সেই নিরিখে নীতীশের JD (U) এবং BJP-র সরকার গড়তে কোনও সমস্যা হওয়ার কথা নয়। 


আবার RJD যদি সরকার গড়তে চায়, সেক্ষেত্রে কংগ্রেস এবং বাম দলগুলির সমর্থন পেলেও, আরও আট বিধায়কের প্রয়োজন পড়বে তাদের। তাই RJD-র তরফে সরকার গড়া কঠিন কাজ হবে। বিষয়টি আগে থেকে আঁচ করেই নীতীশ এগিয়েছেন। BJP-ও জানিেছে, ইতিমধ্যেই গেরুয়া শিবিরের বিধায়করা নিজেদের সমর্থনের কথা জানিয়ে নীতীশকে চিঠি দিয়েছেন। তাই নীতীশের মুখ্যমন্ত্রী হিসেবে আরও একবার শপথগ্রহণ এবং বিহার মন্ত্রিসভা থেকে RJD বিধায়কদের বাদ দিয়ে, সেই জায়গায় BJP বিধায়কদের জায়গা করে দেওয়া এখন সময়ের অপেক্ষা। 


আরও পড়ুন: Nitish Kumar: বিহারের ‘সুভাষবাবু’ থেকে ‘পল্টুরাম’, বার বার শিবির বদলই রাজনৈতিক পরিচিতি হয়ে উঠেছে নীতীশের


ইতিমধ্যেই ফোনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা হয়ে গিয়েছে নীতীশের। রবিবার বিকেলে বা সোমবার তিনি শপথ নিতে পারেন বলে খবর। তবে RJD ময়দান ছাড়তে নারাজ এখনও পর্যন্ত। দলীয় বৈঠকে তেজস্বী যাদব জানিয়েছেন, খেলা এখনও বাকি। দলীয় সূত্রে তেজস্বীকে উদ্ধৃত করে বলা হয়, "গত দু'বছরে যা হয়নি, অতি অল্প সময়ের মধ্যে আমরা তা করে দেখাতে পেরেছি। সে চাকরিই হোক, জনগণনা, সংরক্ষণ বৃদ্ধি, কিছু বাদ যায়নি। বিহারে খেলা এখনও বাকি।"