ঘটনার পর মিম-প্রধান আসাদউদ্দিন ওয়েইসি নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ জানালেন সরাসরি, ‘পোশাক দেখে চিহ্নিত করুন তো এ কে’ ।
নরেন্দ্র মোদির বিতর্কিত পোশাক-মন্তব্যের প্রেক্ষিতেই ওয়েইসির এই কটাক্ষ। সিএবি আইনসভায় পাশ হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন জায়গায় শুরু হয় বিক্ষোভ-প্রতিবাদ। জ্বালানো হয় বাস, ট্রেন, সরকারি সম্পত্তিও। সেইসময়ই এই মন্তব্য করেন মোদি - পোশাক দেখেই চেনা যায় বিক্ষোভকারীদের। এই বিষয় টেনেই ওয়েইসির এই ট্যুইট।
বিজেপি নেতা অনুরাগ ঠাকুরের উপর ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। অনুরাগ ঠাকুরকেও ওয়েইসি ট্যুইটার হ্যান্ডেলে আক্রমণ করেছেন মিম-প্রধান।
এই ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করেও আক্রমণ শানায় কংগ্রেস। প্রশ্ন তোলা হয়, কী করে পুলিশের সামনে গুলি চালাল এক যুবক?
অনুরাগ ঠাকুরের সভায় ‘গোলি মারো’ স্লোগানের প্রেক্ষিতে কংগ্রেস লিখেছে, এটাই কি তবে অনুরাগ চেয়েছিলেন?
দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে ট্যুইটারে কটাক্ষ করেছেন মিম-প্রধানও।
ধৃত রাম গোপাল গ্রেটার নয়ডার বাসিন্দা। হামলার আগে ফেসবুক লাইভ করে অভিযুক্ত রামভক্ত গোপাল শর্মা। তারপরে দিল্লি পুলিশের সামনেই গুলি চালায় সে। সিএএ-বিরোধী মিছিল শুরুর আগে দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিচালনার ঘটনায় নিন্দায় সরব হয়েছেন মেহবুবা মুফতি।