নয়াদিল্লি : আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে হুঙ্কার। পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির বলেছেন, "আমরা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। যদি আমরা দেখি যে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি, তাহলে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে ধ্বংস হব।" তাঁর এই মন্তব্যের তীব্র সমালোচনা করলেন AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। মুনিরকে আক্রমণ করে বললেন, 'সড়কছাপ আদমি'। 

সংবাদ সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে ওয়েইসি বলেন, "পাকিস্তান সেনা প্রধানের শব্দ এবং তাঁর হুমকি নিন্দনীয়। যেটা দুর্ভাগ্যজনক সেটা হল যে, এটা আমেরিকার মাটি থেকে ঘটছে। যারা ভারতের কৌশলগত সঙ্গী।" পাকিস্তান সেনা প্রধানের বিরুদ্ধে সুর আরও চড়িয়ে ওয়েইসির বক্তব্য, "উনি সড়কছাপ আদমির মতো কথা বলছেন। আমাদের এটাও বুঝতে হবে যে পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের রাষ্ট্রের কাছ থেকে আমরা যে ক্রমাগত হুমকির সম্মুখীন হচ্ছি, তাতে আমাদের প্রতিরক্ষা বাজেট বাড়াতে হবে যাতে আমরা প্রস্তুত থাকতে পারি।"