নয়া দিল্লি: ইতিহাস তৈরি করলেন সুরেখা যাদব (Surekha Yadav)। এশিয়া মহাদেশের প্রথম মহিলা লোকো পাইলট বা ট্রেনচালক হিসেবে রেকর্ড তৈরি করলেন তিনি। সুরেখা যাদব ভারতের প্রথম মহিলা লোকো পাইলট, যিনি অত্যাধুনিক সেমি হাই স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) ট্রেন চালালেন৷ মহারাষ্ট্রের সোলাপুর থেকে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেসের যে পরিষেবা শুরু হয়েছে, সেই রুটেই চালকের আসনে দেখা গেল তাঁকে।
সুরেখার এই ইতিহাস তৈরি প্রসঙ্গে মধ্য রেলের তরফে প্রকাশ করা একটি বিবৃতিতে বলা হয়েছে, "অত্যাধুনিক এই ট্রেন চালানোর সুযোগ পেয়ে সুরেখা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ৷ সোমবার একেবারে সঠিক সময়ে এই ট্রেন সোলাপুর স্টেশন থেকে যাত্রা শুরু করে ৷ ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসে ট্রেনটি পৌঁছয় নির্ধারিত সময়ের ৫ মিনিট আগে৷"
সুরেখার কীর্তিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি বলেন, 'বন্দে ভারত এবার নারী শক্তির মাধ্যমে চালিত হচ্ছে। শ্রীমতী সুরেখা যাদব প্রথম লোকো পাইলট হলেন বন্দে ভারত এক্সপ্রেসের।'
প্রথম দিনের প্রথম সফরে ৪৫০ কিলোমিটার যাত্রাপথ পাড়ি দেন সুরেখা ৷ ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসে পৌঁছনোর পর স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে তাঁকে সংবর্ধনা দেওয়া হয় ৷ মধ্য রেলের তরফে থেকেই এই সংবর্ধনার আয়োজন করা হয়েছিল ৷
আরও পড়ুন, মস্তিষ্কে টিউমার, চোখে ক্ষীণ দৃষ্টি, জীবনযুদ্ধে লড়াই করতে করতেই উচ্চমাধ্যমিকে বসলেন শাহিনা
প্রসঙ্গত, ১৯৮৮ সাল থেকে ট্রেন চালানো শুরু করেন তিনি ৷ পশ্চিম মহারাষ্ট্রের সাতারা এলাকার একটি পরিবারে সুরেখার জন্ম ৷ নিজের কৃতিত্বের জন্য ইতিমধ্য়েই সুরেখা রাজ্য ও জাতীয়স্তরে বহু পুরস্কার পেয়েছেন ৷
এর আগে গত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশেষ কিছু আয়োজন করেছিল মধ্য রেল কর্তৃপক্ষ ৷ ওই দিন মুম্বই-পুণে রুটে ডেকান কুইন এক্সপ্রেস চালানো হয় ৷ একইসঙ্গে, ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস ও কল্যাণের মধ্যে চলে লেডিস স্পেশাল ট্রেন ৷ সেই ট্রেনের চালক থেকে শুরু করে সংশ্লিষ্ট সমস্ত কর্মীই ছিলেন মহিলা ৷ এর মধ্যে ডেকান কুইন এক্সপ্রেস চালানোর দায়িত্ব ছিল সুরেখার উপর ৷