উত্তরপ্রদেশ: মুখে মাস্ক কোথায়? প্রশ্ন করায় পুলিশ 'পিটিয়ে' গ্রেফতার বিজেপি নেতা, ভাগ্নে, পরে জামিন

কাশী অঞ্চলের বিজেপি সভাপতি মহেশ চন্দ্র শীবাস্তব এই ঘটনাকে দুর্ভাগ্যজনক উল্লেখ করলেও ছোট ও বিক্ষিপ্ত বলে খাটো করার চেষ্টা করেন

Continues below advertisement

বারাণসী: মুখে মাস্ক না পরার কারণ জানতে চাওয়ায় এক সাব-ইন্সপেক্টর সহ তিন পুলিশকর্মীকে পেটানোর অভিযোগ উঠল উত্তরপ্রদেশের এক বিজেপি নেতা ও তাঁর ভাগ্নার বিরুদ্ধে। অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ।

Continues below advertisement

উত্তরপ্রদেশ পুলিশের সিনিয়র সুপারইনটেনডেন্ট প্রভাকর চৌধুরী জানিয়েছেন, বারাণসীর সুন্দরপুর এলাকা থেকে বিজেপি নেতা সুরেন্দ্র পটেল সহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশকে মারধরের ঘটানোয় জড়িত আরও ৫ অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কাশী অঞ্চলের বিজেপি সভাপতি মহেশ চন্দ্র শীবাস্তব এই ঘটনাকে দুর্ভাগ্যজনক উল্লেখ করলেও ছোট ও বিক্ষিপ্ত বলে খাটো করার চেষ্টা করেন।

পুলিশ সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা জানিয়েছে, শুক্রবার রাতে সুন্দরপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত অফিসার সাব-ইন্সপেক্টর সুনীল গৌড়ের কাছে খবর পৌঁছয় যে, সুন্দরপুর-খোয়াজা রোডে কাউকে হুমকি দেওয়া হচ্ছে। খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

সেখানে দেখা যায়, সুরেন্দ্র পটেলের ছেলে বিকাশ সহ ২ জন মাস্ক ছাড়াই বসে রয়েছেন। অভিযোগ, তাঁদের মাস্ক কোথায় প্রশ্ন করায় পুলিশকর্মীদের উদ্দেশে কটূক্তি করেন এই ২ জন। এই নিয়ে কথা কাটাকাটি শুরু হলে, বিকাশ ফোন করে বাবা সুরেন্দ্র, কাকা বিন্দু ও তুতো ভাই বীরেন্দ্রকে ডেকে আনেন।

পুলিশের দাবি, প্রায় জনা ১২ জন মিলে পুলিশকে মারধর করতে শুরু করে। খবর পেয়েই সেখানে পৌঁছয় পুলিশ সুপার বিকাশ চন্দ্র ত্রিপাঠী, সার্কল অফিসার প্রীতি ত্রিপাঠী সহ বিশাল পুলিশ ফোর্স। সুরেন্দ্র ও বীরেন্দ্রকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।

শনিবার, সকলে জামিন পেয়েছেন বলে জানা গিয়েছে।

Continues below advertisement
Sponsored Links by Taboola