গুয়াহাটি : জুবিন গর্গের মৃত্যুর ঘটনায় যারা মানুষকে প্ররোচিত করেছেন, তাঁদের বিরুদ্ধে পুলিশি মামলা রুজু করবে তাঁর সরকার। এমনই জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। যদি বিরোধী রাজনীতিকরাও যুক্ত থাকেন, তাঁদের বিরুদ্ধেও পুলিশ কেস হবে। শর্মা বলেন, "আমি নিশ্চিত এই মামলায় গৌরব গগৈকেও প্রশ্ন করা হবে। কেউ কেউ অসমকে নেপাল বানাতে চাইছে। তাদের আমরা ছাড়ব না।" 

Continues below advertisement

অসমের মুখ্যমন্ত্রীর কথায়, "জুবিন গর্গ ইস্যুতে যারা মানুষকে উস্কানি দিয়েছে তাদের বিরুদ্ধে আমরা সর্বাত্মক মামলা দায়ের করতে যাচ্ছি এবং আমি নিশ্চিত যে গৌরব গগৈকেও এই মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে। সিএএ-বিরোধী বিক্ষোভের সময় আমরা যেমন মামলা দায়ের করেছি, এখানেও আমরা তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব যারা বিমানবন্দরের বাইরে বা জনসাধারণের শ্রদ্ধাঞ্জলির সময় ঝামেলা তৈরি করার চেষ্টা করছিল। এই পদক্ষেপগুলি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। কাউকে ছাড়া হবে না। কেউ কেউ অসমকে নেপাল বানাতে চাইছে, আমরা তাদের ছাড়ব না।"

অন্যদিকে, অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব গগৈ সোমবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে তীব্র সমালোচনা করে অভিযোগ করেছেন যে, তিনি জুবিন গর্গের মৃত্যুর তদন্তকে লাইনচ্যুত এবং ভিন্ন দিকে নিয়ে গেছেন। গগৈয়ের কথায়, "অসমের মানুষ চায় সরকার জুবিন গর্গের মৃত্যুর পেছনের কারণ খুঁজে বের করুক। দুর্ভাগ্যজনক হল, মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃতভাবে তদন্তকে বাধাগ্রস্ত করছেন। জুবিন গর্গের মৃত্যুর বিষয়ে আমাদের উত্তর দেওয়ার পরিবর্তে, তিনি এমন কিছু তথ্য প্রকাশ করছেন যা মৃত ব্যক্তি এবং তাঁর আশপাশের লোকদের নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলে। অসমের মানুষ হিমন্ত বিশ্ব শর্মার কাছ থেকে নীতিশাস্ত্রের উপর বক্তৃতা চায় না। তারা হিমন্ত বিশ্ব শর্মার মতো ব্যক্তিত্বের কাছ থেকে চরিত্রের শংসাপত্র চায় না। মানুষ কেবল চায় জুবিন গর্গের মৃত্যুর পিছনের সত্য বেরিয়ে আসুক।"

Continues below advertisement

উল্লেখ্য, জুবিন গর্গের মৃত্যুতে একের পর এক বিস্ফোরক দাবি সামনে আসছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, জুবিনের ব্যান্ডের সদস্য শেখর জ্যোতি গোস্বামী নাকি পুলিশের কাছে দাবি করেছেন, সিঙ্গাপুরে বিষপ্রয়োগ করা হয়েছিল গায়কের উপর, আর তার জেরেই নাকি মৃত্যু হয়েছে গায়কের। আরও এক চাঞ্চল্যকর দাবি সামনে এসেছে। জুবিন গর্গের আরেক ব্যান্ডমেট পার্থপ্রতিম গোস্বামী জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং সহকর্মী শেখর জ্যোতি গোস্বামীর দিকে অবহেলা এবং অসাবধানতার অভিযোগ তুললেন। তাঁর দাবি, জুবিন গর্গের খিঁচুনি সমস্যা আছে জানা সত্ত্বেও, তাঁরা সারা রাত মদ্যপান করেন। পার্টি করেন। তাঁরাই গায়ককে ঘুমাতে দেননি। তারপরে তাদের সাঁতার কাটতে গিয়ে বিপত্তি ঘটে। পার্থ প্রতিম গোস্বামীর মতে, সিদ্ধার্থ এবং শেখরই জুবিনকে বিশ্রাম নিতে দেননি। তাঁদের আনন্দ-ফূর্তির বলি হয়েছেন জুবিন। এই ভুলকে ক্ষমার অযোগ্য বলছেন পার্থ।