মুম্বই: ভারতীয় দলের তারকা ক্রিকেটার বরুণ চক্রবর্তীর (Varun Chakravarthy) সঙ্গে দলের কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সম্পর্ক দীর্ঘদিনের। ভারতীয় দলে আসার আগে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর থাকাকালীন বরুণকে নিজের সেরা ফর্মে ফিরতে সাহায্য করেছিলেন গম্ভীর। সেই গৌতম গম্ভীরের মানসিকতার সঙ্গে স্পার্টান যোদ্ধাদের মিল খুঁজে পান বরুণ চক্রবর্তী।

Continues below advertisement

বরুণ সম্প্রতি এক সাক্ষৎকারে কোচ গম্ভীরের মানসিকতার হালকা আভাস দেন। সেখানে তিনি দাবি করেন গম্ভীরের কাছে পরাজয়ের কোনও জায়গা নেই। বরুণকে বলতে শোনা যায়, 'একটা বিষয় ওঁর ব্যাপারে আমি নিশ্চিতভাবেই বলতে পারি যে ওঁ দলের মধ্যে ওই স্পার্টান মানসিকতার সঞ্চার করে যেখানে পরাজয়ের কোনও জায়গা নেই। সবাইকে সবসময় নিজেদের সেরাটা মাঠে দেওয়া বাধ্যতামূলক, তারপর যা হল হল। ওর কাছে মধ্যমতার কোনও স্থান নেই। আমার অনন্ত এমনটাই মনে হয়।'

বরুণ চক্রবর্তী সদ্য এশিয়া কাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন। এছাড়াও তিনি দলের হয়ে এ বছরেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বেশ নজরকাড়া পারফর্ম করে দলকে খেতাব জিততে সাহায্য করেন। তা সত্ত্বেও আসন্ন অস্ট্রেলিয়া সফরে ওয়ান ডে দলে তিনি সুযোগ পাননি। তবে হতাশ না হয়ে বরুণ নিজেই জানান এ বিষয়ে তাঁর গম্ভীরের সঙ্গে কথা হয়েছে এবং দলের কোচ তাঁকে নিজের বোলিংটা আরও উন্নত করার পরামর্শ দিয়েছেন।   

Continues below advertisement

'আমার সঙ্গে আসলে লম্বা স্পেল বোলিং করা নিয়ে আলোচনা হয়। টি-টোয়েন্টিতে তো সর্বোচ্চ নাগাড়ে দুই ওভার বল করতে হয়। তবে ওয়ান ডেতে টানা পাঁচ, ছয় ওভার বল করাটা জরুরি। এই বিষয়ে আমি আগেও খাটা খাটনি করেছি এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার সুফলও পেয়েছিলাম। পাশাপাশি ওঁ চায় আমি ঘরোয়া ক্রিকেটে ফিরে নিজের ব্যাটিংয়ের ওপর আরেকটু কাজ করি এবং একটু ওপরের দিকে যাতে ব্যাটিং করি।' জানান বরুণ।

প্রসঙ্গত, এই অস্ট্রেলিয়া সিরিজ়ে বরুণ চক্রবর্তী ওয়ান ডেতে সুযোগ না পেলেও, দলে ফিরছেন রোহিত শর্মা। তাঁর অধিনায়কত্ব গিয়েছে বটে, তবে অজ়িভূমেই কিন্তু 'হিটম্যান'-র সামনে বিশ্বরেকর্ড গড়ার হাতছানি রয়েছে। ওয়ান ডেতে রোহিত এখনও পর্যন্ত মোট ৩৪৪টি ছক্কা হাঁকিয়েছেন। তিনি যদি অস্ট্রেলিয়া সিরিজ়ের তিন ম্য়াচে আর আটটি ছক্কা মারতে পারেন, তাহলেই আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে সর্বধিক ছক্কা হাঁকানো ক্রিকেটার হয়ে যাবেন। 

বর্তমানে শাহিদ আফ্রিদি ৩৫১টি ছক্কা হাঁকিয়ে এই তালিকায় শিখরে রয়েছেন। তবে রোহিতের কাছে সেই রেকর্ড ভেঙে দেওয়ার সুযোগ রয়েছে। এর পাশাপাশি তিনি দ্রুততম হিসাবেও ৩৫০টি ছক্কা হাঁকানোর কৃতিত্ব গড়তে পারেন। আফ্রিদি ৩৯৮টি ম্যাচ খেলে মোট ৩৫০টি ছয় মেরেছিলেন। রোহিত তাঁর থেকে অনেক কম, মাত্র ২৭৩টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন। রোহিত এমনিতেই তিন ফর্ম্যাট মিলিয়ে মোট ৬৩৭টি ছক্কা হাঁকিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ছয় মারার রেকর্ডের মালিক। এবার তাঁর সামনে ওয়ান ডেতেও সেরার শিরোপা অর্জনের সুযোগ রয়েছে।

''