গুয়াহাটি: করোনা ভাইরাসের কোনও একটি প্রজাতিতে নয়, বরং একইসঙ্গে করোনাভাইরাসের আলফা ( Alpha) এবং ডেল্টা (Delta) প্রজাতিতে আক্রান্ত হয়েছেন এক মহিলা চিকিৎসক। মে মাসের শুরুতেই সার্স কোভ -২ ভাইরাসের (Sars-Cov-2) দুই ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন ওই চিকিৎসক। ঘটনাটি ঘটেছে অসমে। ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চের (Indian Council for Medical Research) রিজিওনাল মেডিকেল রিসার্চ সেন্টারে করোনার নমুনা পরীক্ষা ও জিনোম সিকোয়েন্সের রিপোর্টে ধরা পড়ে এই ফলাফল।
জানা গিয়েছে, আক্রান্ত চিকিৎসকের খুব মৃদু উপসর্গই ছিল। সংক্রমিত হওয়ার পর শারীরিক অবস্থারও তেমন অবনতি না হওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয়নি চিকিৎসককে। অবাক করা ঘটনা হল মহিলা চিকিৎসক ভ্যাকসিনের দুটি ডোজ নিয়েছিলেন। এরপরও কীভাবে করোনার দুই প্রজাতিতে একই সঙ্গে আক্রান্ত হলেন তিনি, তা নিয়ে প্রশ্ন উঠছে৷
আরএমআরসি এর বর্ষীয়ান বিজ্ঞানী ডাঃ বি জে বরকাকটি বলেন, "ডাবল ইনফেকশন হতে পারে যখন অল্প সময়ের মধ্যে কোনও ব্যক্তি দু'বার আক্রান্ত হন। প্রথমে একটি প্রজাতিতে আক্রান্ত হওয়ার পর দু'তিন দিনের মধ্যে অন্য প্রজাতিতে সংক্রমিত হতে পারে৷ অ্যান্টিবডি তৈরি হওয়ার আগেই আক্রান্ত হয়ে পড়েন অনেকে।" অপর এক চিকিৎসকের কথায়, "আমরা যখন পরীক্ষাগারে নমুনা পরীক্ষা করি তখনই আমরা দেখি যে ওই মহিলা চিকিৎসক করোনার দুটি প্রজাতিতে আক্রান্ত। এমন ঘটনা দেখা যায় না। তাই দু'বার করে পরীক্ষা করে নিশ্চিত হই।"
অসমে নির্বাচনের সময় থেকেই আলফা প্রজাতির হানায় দ্বিতীয় ঢেউ শুরু হয়৷ ডেল্টা প্রজাতি তেমনভাবে বৃদ্ধি পায়নি। তবে সতর্কতা রয়েছে উত্তর পূর্ব ভারতের এই রাজ্যে। দিল্লির সিএসআইআর এর ডিরেক্টর ডা অনুরাগ অগ্রবাল বলেন, "এটি সাধারণ ঘটনাই। অনেকের ক্ষেত্রে হতে পারে৷ সবার জিনোম সিকোয়েন্স করা হয় না। তাই জানা যায় না।"
এদিকে প্রায় ১২৫ দিন পর ৩০ হাজারে নামল দৈনিক করোনা সংক্রমণও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৭৪ জনের। দেশে দৈনিক মৃত্যু অনেক মাস পরে নামল চারশোর নীচে।