পরে গ্রামবাসীদেরই নজরে পড়ে বিষয়টি। তারাই খবর দেয় বন দফতরে। তারপর বনকর্মীরা এসে উদ্ধার করে হস্তিশাবকটিকে। এদিকে বহুক্ষণ শাবককে দেখতে না পেয়ে, ক্ষেপে যায় মা-হাতিটি। রেগে গিয়ে বনকর্মীদেরই তাড়া করে। দেখুন, কীভাবে অসমে দুটি পাথরের মাঝে আটকে পড়া হস্তিশাবককে উদ্ধার করল বন দফতর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Feb 2020 04:15 PM (IST)
বন দফতরের আধিকারিকরা জানিয়েছেন, ছোট্ট হাতিটি দুটি টিলার পাথরের মাঝে আটকা পড়ে। অন্যদিকে বাচ্চাকে হন্যে হয়ে খুঁজছিল হাতির মা।
নয়াদিল্লি: : ছোট্ট এক হাতির ছানা। আটকা পড়েছিল বিশাল বড়-বড় পাথরের মাঝে। কিছুতেই বেরোতে পারছিল না সে। অসমের মোরিগাঁওয়ের সোনাকুচির পাহাড়ি এলাকার ঘটনা। বন দফতরের আধিকারিকরা জানিয়েছেন, ছোট্ট হাতিটি দুটি টিলার পাথরের মাঝে আটকা পড়ে। অন্যদিকে বাচ্চাকে হন্যে হয়ে খুঁজছিল হাতির মা।