গুয়াহাটি: রীতিমতো জলে নেমে, হাতে পায়ে কাদা মেখে বন্যাবিধ্বস্ত মানুষকে উদ্ধার করছেন অসমের  বিজেপি বিধায়ক মৃণাল সইকিয়া। সেই ছবির ভিডিও ট্যুইটারে শেয়ার করেছেন তিনি। আটকে পড়া মানুষকে উদ্ধার, বাঁচাতে কোমর সমান জলে নেমেছেন, জনপ্রতিনিধির এমন মানবদরদী ভূমিকায় নামার দৃশ্যে বিস্ময় ছড়িয়েছে।





প্রসঙ্গত গত সপ্তাহে অসমে প্রবল বর্ষণে ২৪টি জেলা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভয়াবহ বিপদে ২ হাজারের বেশি গ্রামের প্রায় ১৩ লক্ষ মানুষ। ব্রহ্মপুত্রের জল বেড়ে যাওয়ায় অনেক জায়গার ক্ষতি হয়েছে রাস্তাঘাট, ব্রিজের। ধস নেমেছে বহু জায়গায়। কাজিরাঙা ন্যাশনাল পার্কের ৭০ শতাংশ এবং ওরাং ন্যাশনাল পার্কের ৫০ শতাংশ জলের তলায়।


মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল গোটা পরিস্থিতি খতিয়ে পর্যালোচনা করছেন। বিধায়কদের নির্দেশ দিয়েছেন যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালানোর। অসমে এখনও পর্যন্ত মারা গিয়েছেন ৭০ জন মানুষ। জোর গতিতে কাজ শুরু করেছে দ্য ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ)। তবে ব্যক্তিগত উদ্যোগে সইকিয়া যে প্রয়াস চালাচ্ছেন উদ্ধারের তা অনেকেই প্রশংসা করেছেন।





সইকিয়া খুমটাই কেন্দ্রের বিধায়ক। রাজধানী গুয়াহাটি থেকে ২৫৪ কিলোমিটার দূরে  এই বিধানসভা কেন্দ্র।  সইকিয়া বলেন, প্রবল বর্ষণে আমার এলাকায় বিরাট ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আমি খুশি যে এই কয়েকদিনে আমি কয়েকশো মানুষকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যেতে পেরেছি। অনেক গবাদি পশুও উদ্ধার করা গিয়েছে।


সইকিয়া নিজের অঞ্চলে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন এভাবে মানুষের পাশে দাঁড়ানোয়। গোলাঘাটের বেশ কিছু শ্রমিক মাস দুই আগে লকডাউনে তাঁর এলাকায় আটকে পড়েছিলেন। তাঁদের কাছে বাড়ি ফেরার মতো অর্থ ছিল না। তাদের নিজে গাড়ি চালিয়ে বাড়িতে পৌঁছে দিয়েছিলেন সইকিয়া।