নয়াদিল্লি: আজ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি প্রার্থনা সভায় যোগ দেবেন। করোনাভাইরাসের বিরুদ্ধে যাঁরা প্রথম সারিতে থেকে লড়ছেন, সেই চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সম্মানে ডাকা হয়েছে এই সভা। গোটা বিশ্বের বৌদ্ধ সঙ্ঘের প্রধানরা এতে যোগ দেবেন, আন্তর্জাতিক বৌদ্ধ সঙ্ঘের সহযোগিতায় এই সভা আয়োজন করেছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক।
আজ সকাল ৮টা থেকে শুরু হয়েছে অনুষ্ঠান। চলবে ৯টা পর্যন্ত। সম্ভবত ৯টা থেকে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক বৌদ্ধ সঙ্ঘগুলির প্রধানদের উপস্থিতিতে ভার্চুয়াল প্রার্থনা হওযার কথা। বিহারের বুদ্ধগয়ার মহাবোধি মন্দির, সারনাথেক মূলগন্ধা কুটি বিহার, নেপালের পবিত্র লুম্বিনী উদ্যান, কুশীনগরের পরিনির্বাণ স্তুপ, ঐতিহাসিক অনুরাধাপুরমের রূপবলী মহা সেবা থেকে লাইভ স্ট্রিমিং চলছে।
১৯ মার্চ প্রধানমন্ত্রী জনতা কারফিউয়ের ঘোষণা করে করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য মানুষের সমর্থন চান। ২৪ মার্চ থেকে শুরু হয় প্রথম লকডাউন। ১৪ এপ্রিল তিনি জানান, লকডাউন আরও বাড়ানো হবে। ৩ মার্চ লকডাউনের মেয়াদ তৃতীয়বারের জন্য বাড়ানো হয়।
আজ বুদ্ধ পূর্ণিমা, করোনা যোদ্ধাদের উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 May 2020 08:31 AM (IST)
বিহারের বুদ্ধগয়ার মহাবোধি মন্দির, সারনাথেক মূলগন্ধা কুটি বিহার, নেপালের পবিত্র লুম্বিনী উদ্যান, কুশীনগরের পরিনির্বাণ স্তুপ, ঐতিহাসিক অনুরাধাপুরমের রূপবলী মহা সেবা থেকে লাইভ স্ট্রিমিং চলছে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -