গুয়াহাটি: কথায় বলে 'চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা'। রীতিমতো 'মহাবিদ্যা' খাটিয়েই জেল থেকে পালাল ৫ বন্দি। পকসো আইনের আওতায় বিচারাধীন এই বন্দিরা বেডশীট, কম্বল এবং ' লুঙ্গি' ব্যবহার করে জেলের ২০ ফুট প্রাচীর পেরিয়ে পালাল বন্দিরা। ঘটনাটি ঘটেছে অসমের একটি কারাগারে।
জানা গিয়েছে, শুক্রবার দুপুর ১টা থেকে ২টা মধ্যে মরিগাঁও জেলা কারাগার থেকে বন্দিরা পালিয়ে যায়। ইতিমধ্যেই গোটা ঘটনাটি নিয়ে জেলা প্রশাসন ম্যাজিস্ট্রেট তদন্তের নির্দেশ দিয়েছে। কারাগার প্রধান প্রশান্ত সাইকিয়াকে বরখাস্ত করা হয়েছে এই ঘটনায়। গুয়াহাটির দুই সহকারী কারাগারকে অস্থায়ীভাবে কারাগার পরিচালনার জন্য নিযুক্ত করা হয়েছে। এছাড়াও ঘটনার পৃথক বিভাগীয় তদন্ত করবেন ইনস্পেক্টর জেনারেল (প্রিজন) পূবালী গোহাইন।
সূত্রের খবর, সইফুদ্দিন, জিয়ারুল ইসলাম, নুর ইসলাম, মফিদুল এবং আব্দুল রশিদ নামে পলাতক বন্দিরা তাদের ব্যারাকের রড ভেঙে ২০ ফুটের পাঁচিল টপকানোর জন্য কম্বল, লুঙ্গি এবং বিছানাপত্র ব্যবহার করে। মরিগাঁওয়ের পুলিশ সুপার হেমন্ত কুমার দাস নিশ্চিত করেছেন যে পাঁচ আন্ডারট্রায়ালকে খুঁজে বের করার জন্য একটি অভিযান শুরু করা হয়েছে।
আরও পড়ুন, 'We Want Justice' লেখা প্ল্যাকার্ড নিয়ে মৌন প্রতিবাদেও 'বাধা'! 'আপত্তি' পুলিশের
তিনি এও বলেন, "আগামীকাল আমরা জেলের কয়েকজন বন্দিকে জিজ্ঞাসাবাদ করব। তদন্তে সবকিছু বেরিয়ে আসবে বলেই আশা করছি।" মরিগাঁও জেলার কমিশনার দেবাশিস সরমা জানিয়েছেন, বন্দিরা সোনিতপুর জেলার তেজপুর এবং মরিগাঁও জেলার লাহোরিঘাট ও মইরাবাড়ির বাসিন্দা। ইতিমধ্যেই পলাতক বন্দিদের খোঁজে জোরদার তল্লাশি শুরু করেছে পুলিশ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে