নয়া দিল্লি: এবার অশান্ত অসম। সেনা ক্যাম্পে জঙ্গি হামলা ঘিরে উত্তপ্ত উত্তর-পূর্ব ভারত। জঙ্গিদের পাল্টা গুলি চালায় সেনাও। জানা গিয়েছে, কাকোপাথারের কাছে চলন্ত গাড়ি থেকে হামলা চালায় জঙ্গিরা। 

Continues below advertisement

এই ঘটনায় সামান্য আহত হয়েছেন ৩ জওয়ান। ঘটনাস্থল থেকে পালায় জঙ্গিরা। লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে যৌথভাবে তল্লাশি চালাচ্ছে পুলিশ ও সেনা জওয়ানরা। প্রতিরক্ষা সূত্রের মতে, রাত ১২.৩০ মিনিটের দিকে চলন্ত গাড়ি থেকে জঙ্গিরা কাকোপাথার কোম্পানির অবস্থানে গুলি চালায়। কর্তব্যরত সেনারা তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দেয়, কাছাকাছি বেসামরিক বাড়িগুলির ক্ষতি এড়াতে যথাযথ সতর্কতা অবলম্বন করে। 

এই হামলায় তিনটি আন্ডার ব্যারেল গ্রেনেড লঞ্চার (UBGL) ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে এবং এরপর প্রায় আধ ঘন্টা ধরে গুলিবর্ষণ করা হয়েছে। প্রতিরক্ষা মুখপাত্র জানিয়েছেন, "তিনজন কর্মীর সামান্য আঘাত ছাড়া আর কোনও বড় আঘাত লাগেনি। এলাকাটি ঘিরে ধরা হয়েছে এবং পুলিশের সঙ্গে সমন্বয় করে যৌথ তল্লাশি চালানো হচ্ছে"।                                                                    

Continues below advertisement

সূত্র জানায়, হামলাকারীরা একটি ট্রাকে করে এসেছিল এবং স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করে গুলি চালানোর পর অরুণাচল প্রদেশের দিকে পালিয়ে যায়। এর মধ্যেই টেঙ্গাপানি ঘাট থেকে নিরাপত্তা বাহিনী AS 25 EC 2359 নম্বরের সন্দেহভাজন গাড়িটি উদ্ধার করেছে। এই হামলার পিছনে উলফা (স্বাধীন) সংগঠনের হাত রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। 

হামলার পর, সেনাবাহিনী ও পুলিশ আক্রমণকারীদের ধরতে যৌথ তল্লাশি অভিযান শুরু করে। এই ঘটনাটি অসম-অরুণাচল প্রদেশ আন্তঃরাজ্য সীমান্তের কাছে অবস্থিত এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছে। সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা বাহিনী টহল বৃদ্ধি করেছে।                           

স্থানীয় বাসিন্দা সেই ভয়াবহ রাতের বর্ণনা দিয়ে বলেন, "মাঝ রাত পেরিয়েছে তখন। হঠাৎ আমরা গুলির শব্দ শুনতে পাই। প্রথমে ভেবেছিলাম বৃষ্টি হচ্ছে, কিন্তু পরে আমরা জানতে পারি আসলে গুলি চলছিল। একটি দল একটি ট্রাকে করে এসে সেনা ক্যাম্পে গুলি চালাতে শুরু করে। সেনাবাহিনী পাল্টা গুলি চালায় এবং আক্রমণকারীরা অবশেষে পালিয়ে যায়। পরে, উচ্চপদস্থ পুলিশ অফিসার ঘটনাস্থলে পৌঁছন। আমরা এখনও আতঙ্কিত।"