Miss India 2024: ফেমিনা মিস ইন্ডিয়ার খেতাব জিতে নিলেন মধ্যপ্রদেশের নিকিতা পোরওয়াল। ২০২৪ মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় (Miss India 2024) তাঁর সঙ্গেই রানার্স আপ হলেন কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিত্বকারী রেখা পাণ্ডে। ১৮ বছর বয়সেই একজন টিভি অ্যাঙ্কর হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন নিকিতা (Nikita Porwal)। বহু বছর ধরে অভিনয় জগতে আছেন নিকিতা। এমনকী তিনি 'মিস মধ্যপ্রদেশ'-এর খেতাবও জিতেছেন একসময়। এখনও পর্যন্ত ৬০টিরও বেশি নাটকে অভিনয় করেছেন নিকিতা, একটি ছবিতেও অভিনয় করেছেন তিনি যে ছবিটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল। কিছুদিনের মধ্যেই তা ভারতে মুক্তি পেতে চলেছে।


ফেমিনা মিস ইন্ডিয়াতে এই বছর রেখা পান্ডে হন প্রথম রানার্স আপ, পরে দ্বিতীয় রানার্স আপ হন আয়ুশি ঢোলাকিয়া। ২০২৪ সালে ফেমিনা মিস ইন্ডিয়া ইভেন্ট আয়োজিত হয়েছিল মুম্বইয়ের মহালক্ষ্মী স্টুডিয়োতে ১৬ অক্টোবর। এই ইভেন্টটি পরের দিন মাঝরাত পর্যন্ত চলেছিল। নিকিতা পোরওয়াল বরোদার মহারাজা সায়াজি রাও বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা সম্পন্ন করেছেন।



নিকিতা পোরওয়াল পূর্বতন মিস ওয়ার্ল্ড খেতাবজয়ী অভিনেত্রী ঐশ্বর্য রাইকে নিজের আদর্শ বলেই মনে করতেন। তাঁর থেকেই অনুপ্রাণিত হতেন তিনি। মিস ইন্ডিয়ার খেতাব জয়ের পরে এরপরে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় নিকিতা পোরওয়াল ভারতের প্রতিনিধিত্ব করবেন। নিকিতার স্বপ্ন হল বলিউডের বিখ্যাত পরিচালক সঞ্জয় লীলা বনশলীর ছবিতে অভিনয় করা। বলিউডের অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন এবং প্রিয়াঙ্কা চোপড়াও এই খেতাব জিতেছিলেন। তারপর তারা দুজনেই সঞ্জয় লীলা বনশলীর ছবিতে অভিনয় করেছিলেন। শুধু অভিনয়ই নয়, নিকিতা পশু-পাখিও খুব ভালবাসতেন। তিনি পশুদের ভাল রাখার জন্য বহু কাজ করেছেন। এই পশুপ্রেম তাঁর অত্যন্ত অন্তরের। নিকিতার প্রাণের কাজ পশুদের দেখভাল করা।  


বুধবার রাত্রে অনুষ্ঠিত হয় মিস ইন্ডিয়া ২০২৪-এর গ্র্যান্ড ফিনালে। এই অনুষ্ঠানে পূর্বতন মিস ইন্ডিয়া সঙ্গীতা বিজলানি এক অভূতপূর্ব পারফরম্যান্স উপহার দেন দর্শকদের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেহা ধুপিয়া, নৃত্যশিল্পী রাঘব জুয়েল এবং অন্য আরও তারকারা। জুরি প্যানেলে ছিলেন অনুষা দাণ্ডেকর। সারা দেশ জুড়ে খুঁজে খুঁজে প্রার্থী বাছাই করা হয়েছে এই বছরের মিস ইন্ডিয়া প্রতিযোগিতায়। বহু নিরীক্ষার পরে মোট ৩০ জন প্রার্থীকে বেছে নেওয়া হয়।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Salman Khan: বাবা সিদ্দিকির মৃত্যুতে বিপদের মুখে সলমন, বন্ধ থাকছে তাঁর নতুন ছবির শ্যুটিং?