ওই হাসপাতালের যে হস্টেলে ওই ডাক্তার ছাত্র থাকছিলেন, সেটি ও আরও একটি ছাত্রাবাসকে কনটেনমেন্ট জোন ঘোষণা করে সেখানকার সব আবাসিককে ভিতরে থাকতে বলা হয়েছে। গুয়াহাটিতে তিন ও শিলচরে আরও চারজন পজিটিভ হওয়ায় অসমে করোনাভাইরাস সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৩। গতকালই বিশ্বশর্মা জানিয়েছিলেন, গতকাল বাইরের রাজ্য থেকে আসা একটি বাসের যাত্রী, শোনিতপুরের ঢেকিয়াজুলির এক কুখ্যাত গাড়ি চোর করোনা পজিটিভ ধরা পড়ে। বাসের বাকি সব যাত্রী, চালককে কোয়ারেন্টিন করা হয়। শিলচরের ১১টি জায়গাকে কনটেনমেন্ট জোনও ঘোষণা করা হয়। ৪২জন যাত্রীকে নিয়ে কোনও সামাজিক দূরত্ববিধি না মেনে বাসটি শিলচরে পৌঁছয়। একজন যাত্রীর লালারসের নমুনা সংগ্রহ করা হয় সাবধানতা অবলম্বনের জন্য। সে পজিটিভ ধরা পড়ে। তার নামে অনেকগুলি পুলিশি মামলা আছে। বাকি যাত্রীদের হোম কোয়ারেন্টিনে যেতে বলা হয়। এই ঘটনার জেরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নিয়মবিধি শিথিল করার পর বাইরে থেকে ফেরা লোকজনকে হোম কোয়ারেন্টিন করার ক্ষেত্রে কৌশল বদল করে রাজ্য সরকার। আগে শুধুমাত্র যাদের মধ্যে করোনার লক্ষণ দেখা যেত, তাদেরই শুধু কোয়ারেন্টিন কেন্দ্রে পাঠানো বা টেস্ট করানো হত। বিশ্বশর্মা বলেন, এখন দেশের অন্য জায়গার রেড জোন থেকে ফেরা সবাইকেই অন্তত তিনদিন (শরীরে লক্ষণ দেখা না গেলেও) বাধ্যতামূলক কোয়ারেন্টন সেন্টারে থাকতে হবে, লালারসের নমুনা পরীক্ষার ফল না আসা অবধি। অসমে পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল ছাত্র সহ করোনায় আক্রান্ত ৮, গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধ করে দিল অসম সরকার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 May 2020 09:14 PM (IST)
গুয়াহাটিতে তিন ও শিলচরে আরও চারজন পজিটিভ হওয়ায় অসমে করোনাভাইরাস সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৩।
ফাইল ছবি
গুয়াহাটি: রাজ্যের সবচেয়ে বড় হাসপাতালে নতুন রোগী ভর্তি নেওয়া বন্ধ করে দিল অসম সরকার। বৃহস্পতিবার অসমে যে নতুন করে ৮জনের কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছে, তাঁদের মধ্যে আছেন গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালের এক পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল ছাত্র। অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা শুক্রবার সকালে ট্যুইট করেন, করোনাভাইরাস রোগের উত্স সার্স-কোভ-২ পজিটিভ হয়েছেন ওই ছাত্র। গতকাল রাতে হাসপাতালের ওই ছাত্র পজিটিভ ধরা পড়ার জেরে তাঁর সংস্পর্শে আসা প্রত্যেককে স্ক্রিনিং ও গোটা গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতাল ভবন স্যানিটাইজ করতে হবে আমাদের। তাই নতুন রোগীদের জন্য সামনের কয়েকটা দিন হাসপাতাল বন্ধ করে দিতে হচ্ছে। যদিও ইতিমধ্যেই ভর্তি হওয়া রোগীদের ও নতুন লালারসের নমুনা সংগ্রহের জন্য বিশেষ আয়োজন করা হবে। জনস্বার্থেই সবার সহযোগিতা ও অনুভব প্রার্থনা করছি।