নয়া দিল্লি: ভোটের আবহে পরপর হানা বিশেষ দলের। ত্রিপুরা, মেঘালয় এবং নাগাল্যান্ডে এখনও পর্যন্ত মোট ১৪৭ কোটি টাকারও বেশি রেকর্ড পরিমাণে বাজেয়াপ্ত করা হয়েছে। যা নির্বাচনের আগে মূলত ভোটারদের প্রভাবিত করার জন্য মজুত করা ড্রাগ, মদ এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে। যা মূলত ২০ গুণ বৃদ্ধি বলে চিহ্নিত হয়েছে, জানিয়েছে নির্বাচন কমিশন। অবৈধ মাদক নিয়ন্ত্রণের জন্য ত্রিপুরায় ১৪.১২ কোটি টাকার গাঁজা চাষ বন্ধ করেছে বিশেষ এজেন্সি।
প্রসঙ্গত, বিক্ষিপ্ত হিংসার ঘটনা ঘটলেও মোটের উপর শান্তিতেই মিটল ত্রিপুরায় (Tripura Election 2023)। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের দেওয়া তথ্য বলছে, ৮০ শতাংশের উপর ভোট পড়েছে ত্রিপুরায়। তবে কত শতাংশ ভোট পড়ল তা স্পষ্ট হবে শুক্রবার। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, এমন কোনও নালিশ করা হয়নি যেখানে পুননির্বাচনের দাবি জানানো হয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, বড়সড় কোনও হিংসা ঘটনা ঘটেনি। কোনও প্রার্থীর উপর বা কোনও প্রার্থীর পোলিং এজেন্টের উপর হামলার কোনও ঘটনা ঘটেনি। ভোটারদের ভয় দেখানোরও কোনও ঘটনা ঘটেনি বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বোমা ছোড়া, ইভিএম- নষ্ট করার মতো ঘটনাও ঘটেনি বলে জানানো হয়েছে। কমিশনের তরফ থেকে জানানো হয়েছে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ১৬৮টি repoll হয়েছিল। এবার ৬০টি আসনে নির্বাচনে কোনও Repoll চাওয়া হয়নি।
যে ভোটাররা ৪টার আগে ভোট দেওয়ার লাইনে দাঁড়িয়েছিলেন, তাঁদের ৬টা বেজে গেলেও ভোট দিতে দেওয়া হয়েছে। পিটিআইকে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক ইউ জে মোগ জানিয়েছিলেন, বিকেল ৪টা পর্যন্ত সারা ত্রিপুরায় গড়ে ৮১.১১ শতাংশ ভোট পড়েছে। সেই সময়ে ভোটের লাইনে দাঁড়িয়ে ছিলেন বহু লোক। কয়েকটি জায়গায় ইভিএম (EVM) খারাপ হওয়ার অভিযোগ এসেছে।
আরও পড়ুন, কেমব্রিজে বক্তৃতার ডাক, এমাসেই ইংল্যান্ড যাচ্ছেন রাহুল
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, মোটামুটি ৪০-৪৫টি আসনে ইভিএম মেশিন নষ্ট হওয়ার খবর মিলেছে। সেগুলি পাল্টে দেওয়া হয়েছে, ভোট প্রক্রিয়া ব্যাহত হয়নি। এবার নিজেদের ভোট দিয়েছেন ব্রু পরিযায়ী ভোটাররাও (Bru Migrant Voters)। অনেক বছর পরে তাঁরা ভোট দিতে পেরেছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। গোমতী জেলার কাঁকড়াবন-শালগড়া বিধানসভা কেন্দ্রে সিপিএমের দুই পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির।