নয়া দিল্লি:  নির্বাচন কমিশন শনিবার পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রচারে কোভিডের কারণে আরোপিত নিষেধাজ্ঞাগুলি শিথিল করেছে। কমিশনের তরফে বলা হয়েছে, সীমিত সংখ্যক ব্যক্তিদের নিয়ে পদযাত্রায় অনুমতি দেওয়া হচ্ছে। এমনকী প্রচারেও যে সময়কাল বেঁধে দেওয়া হয়েছিল তা বৃদ্ধি করা হচ্ছে। কমিশন জানিয়েছে, এখন সকাল ৮টা থেকে রাত ৮টার পরিবর্তে সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত নির্বাচনী প্রচার চালানো যাবে।


নতুন নিয়ম অনুসারে, রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (SDMA) বিধিনিষেধ অনুসারে অনুমোদিত সংখ্যার বেশি লোক নিয়ে এবার পদযাত্রা করতে পারবে রাজনৈতিক দলগুলি। তবে সেক্ষেত্রে জেলা কর্তৃপক্ষের পূর্বানুমতি নিয়ে পদযাত্রা চলতে পারে। নির্বাচন কমিশন ৮ জানুয়ারী, উত্তর প্রদেশ, উত্তরাখন্ড, গোয়া, পাঞ্জাব এবং মণিপুরের ভোটের সময়সূচী ঘোষণা করার সময় কোভিড নির্দেশিকা জারি করেছিলেন। সেই সময় দৈনিক আক্রান্তের সংখ্যা ও মৃত্যুও অনেক বেশি ছিল।  


আরও পড়ুন, তৃণমূলের জাতীয় স্তরে সভানেত্রী ছাড়া সব পদের আপাতত অবলুপ্তি, ক্ষমতা মমতার হাতেই


নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যে নতুন নির্দেশিকা জানান হয়েছে, তা হল- প্রচারের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। রাজনৈতিক দল/প্রার্থীরা তাদের সভা-সমাবেশ কোনও খোলা জায়গায় করতে পারেন। তবে মোট ধারণ ক্ষমতার সর্বোচ্চ ৫০ শতাংশ জমায়েতের বেশি হবে না। পাশাপাশি নির্বাচনী পাঁচটি রাজ্যে কোভিড পরিস্থিতি মূল্যায়ন করছে। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণের সঙ্গে পরিস্থিতি সম্পর্কে একটি পর্যালোচনা বৈঠক করেছে। যেখানে যেখানে কোভিড কমেছে সেখানে শিথিল করা হয়েছে নিয়ম।                                             


এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমণ কমল, তবে অনেকটাই কমল দৈনিক মৃত্যু। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৮০৪ জনের।  যেখানে গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৬৫৭।  দেশে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৪০৭ জন।গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৫৮ হাজার ৭৭ জন।  দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ কোটি ২৫ লক্ষ ৩৬ হাজার ১৩৭ জন।  মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৭ হাজার ৯৮১ জনের।  দৈনিক পজিটিভিটি রেট কমে হল ৩ দশমিক ৪৮ শতাংশ।