কলকাতা: করোনা সংক্রমণ কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন ৯৯ বছরের এক বৃদ্ধ। গতকাল শহরের এক নার্সিং হোম মুক্তি দিয়েছে তাঁকে। তিনিই এ রাজ্যের সব থেকে বয়স্ক মানুষ, যিনি করোনাকে জয় করলেন।
নাম শ্রীপতি নয়াবন, বাড়ি ডায়মন্ডহারবার। দু’চোখে ছানি, প্রায় কিছুই দেখতে পান না। হাইপারটেনশনের সমস্যা আছে। বয়সের ভারে গলার স্বর ক্ষীণ হয়ে এসেছে শ্রীপতির। কিন্তু এই বয়সেও তিনি হারিয়ে দিয়েছেন ঘাতক করোনাভাইরাসকে। তাও উন্নত কোনও চিকিৎসায় নয়, সাধারণ ওষুধেই মাত্র ৭ দিনে সেরে উঠেছেন তিনি। ২৪ তারিখ জানা যায়, শ্রীপতিবাবু করোনা পজিটিভ। অল্প বয়সে সেনায় ছিলেন, এই বয়সেও সাহসের ঘাটতি হয়নি। ছেলে কনককান্তি জানিয়েছেন, তাঁরা নিশ্চিত ছিলেন, বাবা করোনা সারিয়ে উঠবেনই, কারণ এটা তাঁর কাছে বড় কিছু না, স্রেফ আরও একটা জীবন যুদ্ধ।
শ্রীপতিবাবুর ১০ ছেলেমেয়ে। তাঁর ৭২ ও ৫৩ বছরের দুই ছেলে করোনা পজিটিভ, তাঁদেরও হাসপাতালে চিকিৎসা চলছে। পঞ্চম পুত্র অ্যাসিম্পটোম্যাটিক, ৪ দিন চিকিৎসার পর রাজ্য সরকারি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি। বাড়ির সকলের সব থেকে বেশি উদ্বেগ ছিল শ্রীপতির জন্য, তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা কম ছিল, করোনার লক্ষণও ছিল শরীরে। ৪ দিন হোম আইসোলেশনে রাখার পর তাঁকে নার্সিং হোমে ভর্তি করান বাড়ির লোক। তিনি পুরোপুরি সেরে উঠেছেন। চিকিৎসকদের ধারণা, ঠিক সময়ে চিকিৎসা শুরু হওয়ায় সুস্থ হয়ে উঠতে সমস্যা হয়নি তাঁর। বহু সময় করোনা আক্রান্ত লক্ষণ দেখেও অবহেলা করেন, শেষ মুহূর্তে হাসপাতালে নিয়ে এলে বাঁচানো মুশকিল হয়ে যায়। স্রেফ এই কারণে ষাটোর্ধ্ব অনেককে করোনা যুদ্ধে হারিয়েছি আমরা।
শুধু শ্রীপতি নন, হাওড়ার এক সরকারি করোনা হাসপাতাল থেকেও গতকাল মুক্তি পেয়েছেন ৯৫ বছর বয়সী এক রোগী।
বয়স ৯৯, করোনাকে হারিয়ে জীবন যুদ্ধে জয়ী কলকাতার এই বৃদ্ধ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Jul 2020 02:58 PM (IST)
শুধু শ্রীপতি নন, হাওড়ার এক সরকারি করোনা হাসপাতাল থেকেও গতকাল মুক্তি পেয়েছেন ৯৫ বছর বয়সী এক রোগী।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -