কলকাতা: ফের মাওবাদী হামলায় রক্তাক্ত হল ছত্তীসগঢ়। ছত্তীসগঢ়ের বিজাপুরে জওয়ানদের গাড়িতে ল্যান্ড মাইন বিস্ফোরণ করা হয়েছে। মাওবাদী হামলায় ৮ জওয়ান-সহ ৯ জনের মৃত্যু হয়েছে। মাওবাদী দমন অভিযান থেকে ফেরার পথে হামলা, এমনটাই খবর সূত্রের। ছত্তীসগঢ়ের বিজাপুরে জওয়ানদের গাড়িতে ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে সোমবার, দুপুর ২.১৫ নাগাদ। মাওবাদী হামলায় ৮ জওয়ান-সহ ৯ জনের মৃত্যু হয়েছে জানা যাচ্ছে, মাওবাদী দমন অভিযান সেরেই ফিরছিলেন ওই জওয়ানরা। ঘটনাস্থলের ছবিতে দেখা যাচ্ছে, কার্যত ধসে গিয়েছে রাস্তার একটা বড় অংশ। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে রাস্তার একটা বড় অংশ ভেঙ্গে ভিতরে ঢুকে যায়। 


ইতিমধ্যেই বেশ কয়েকটি জায়গায় চলছে মাওবাদী দমন অভিযান। যেমন চলছে ছত্তিসগঢ়ের দান্তেওয়ারায়, তেমনই চলছে নারায়ণপুরে। এই দুই জায়গায় ইতিমধ্যেই মাওবাদী দমন অভিযান চলছে। আর এবার ছত্তীসগঢ়ের বিজাপুরে এই ধরণের ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটেছে। এর আগে, একাধিকবার এনকাউন্টার ঘটেছে ছত্তিসগঢ়ে। গুলিতে জখম হয়েছিল দুই পক্ষেরই একাধিক জন। গত বছরের নভেম্বর মাসে গুলির লড়াইয়ে মারা গিয়েছে ১০ জন মাওবাদী। বস্তারের কোন্টার ভেজজি এলাকায় পুলিশি এনকাউন্টারে মারা যায় ওই ১০ জন মাওবাদী। এলাকা থেকে উদ্ধার হয়েছিল প্রচুর পরিমাণে অস্ত্র। 


এর আগে দান্তেওয়ারাতেই বড় সাফল্য পেয়েছিল ছত্তিসগঢ় প্রশাসন। নারায়ণপুর-দান্তেওয়াড়া সীমান্ত (Narayanpur-Dantewada border) এলাকার একটি জঙ্গলে অভিযান চালিয়ে ৩৬ জন মাওবাদীকে (Maoists) খতম করেছিল নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। গোপন সূত্রে খবর পেয়ে দান্তেওয়াড়ার ডিস্টিক্ট্র রিজার্ভ ফোর্স ও স্পেশাল টাস্ক ফোর্সের জওয়ানরা গতকাল থেরে মাওবাদী দমন অভিযান শুরু করেন নারায়ণপুর-দান্তেওয়াড়া সীমান্ত এলাকায়। আর শুক্রবার সকালে জঙ্গলের একটি জায়গায় তল্লাশি চালানোর সময় আচমকা লুকিয়ে থাকা মাওবাদী জঙ্গিদের সঙ্গে তুমুল গুলির লড়াই শুরু হয় তাঁদের। যার জেরে খতম হয় ৩৬ জন মাওবাদী। 


এর আগে, মাওবাদী সংক্রান্ত ঘটনায় কলকাতাতেও এনআইএ অভিযান করেছে। পানিহাটির পল্লীশ্রী এলাকায় শিপ্রা চক্রবর্তী নামে মহিলার বাড়িতে হানা দিয়েছিল এনআই। শিপ্রা চক্রবর্তী ও তাঁর স্বামী মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত, দাবি এনআইএ-র। তল্লাশি চলছিল কলকাতার নেতাজিনগর ও কুলটিতেও। রাঁচি থেকে অভিযানে এসেছিলেন এনআইএ আধিকারিকরা। প্রথমে ডাকাডাকি করেও বাড়ির গেট না খোলায়, গেট টপকে বাড়ির ভেতর ঢুকেছিলেন NIA-র আধিকারিকরা। 


আরও পড়ুন: Mir Afsar Ali: রুক্মিণীর 'বিনোদিনী' তে গুরুত্বপূর্ণ চরিত্রে মীর, প্রকাশ্যে প্রথম ঝলক