কলকাতা: ভারতের (India) রাজনৈতিক ইতিহাস (Political History) থেকে অর্থনৈতিক পরিকাঠামোয় অবদানে অটল বিহারী বাজপেয়ির (Atal Bihari Vajpayee) পদক্ষেপ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। প্রথম অ-কংগ্রেসি পূর্ণ মেয়াদি প্রধানমন্ত্রী (Prime Minister) হয়ে তাঁর শালীনতার কল্যাণে বিরোধীপক্ষের মন জয় করবার ক্ষমতা এবং স্বভাবসিদ্ধ পাণ্ডিত্য নজরকাড়া ছিল। সংসদে তাঁর বেশ কিছু ভাষণ আজও প্রাসঙ্গিক।

  


তেমনই একটি ঘটনা ১৯৯৬ সালের ৩১ মে। সে দিন গণতন্ত্রের পক্ষে যে উক্তি করেছিলেন অটল বিহারী বাজপেয়ি, তা হয়তো ভারতের মতো গণতান্ত্রিক দেশে গুরুত্বপূর্ণ। সে দিন আস্থা ভোটের সময় অটলজি বলেছিলেন, "সরকার আসবে এবং যাবে, কিন্তু এই দেশ এবং এর গণতন্ত্র বজায় থাকবে।" সংবিধান মেনে চলা যে কোনও দেশের গণতন্ত্রে সর্বদা অনুরণিত হবে এই উক্তি।


সংসদে আস্থা প্রস্তাবের বক্তৃতার সময়, অটল বিহারী বাজপেয়ি বলেছিলেন, "দেশ আজ সঙ্কটে ঘেরা এবং আমরা এই সঙ্কটগুলি তৈরি করিনি। যখনই প্রয়োজন হয়েছে, আমরা সেই সময়ে তা  সমাধানে সাহায্য করেছি। ক্ষমতার খেলা চলবে, সরকার আসবে-যাবে, দল তৈরি হবে, অবনতি হবে, কিন্তু এই দেশটা থাকুক, এই দেশের গণতন্ত্র অমর থাকুক।"


বিরোধীদের প্রসঙ্গও তুলে ধরেছিলেন। তবে তা কোনও আক্রমণাত্মক প্রেক্ষিতে নয়। জবাবি ভাষণে অটল বক্তব্য ছিল, 'আজ এই আলোচনা শেষ হবে, তবে আগামীকাল থেকে যে অধ্যায় শুরু হবে সেদিকে একটু নজর দেওয়া দরকার। এই তিক্ততা যেন না বাড়ে। আরএসএসের বিরুদ্ধে যেভাবে অভিযোগ করা হয়েছিল, তাতে তাদের কোনো কিছু করার ছিল না। আরএসএসের প্রতি মানুষের শ্রদ্ধা আছে। তারা যদি দুস্থ বস্তিতে কাজ করে, তারা যদি উপজাতীয় এলাকায় গিয়ে শিক্ষার প্রসার ঘটায়, তাহলে তাদের এই জন্য পূর্ণ সমর্থন পাওয়া উচিত ছিল।'


আরও পড়ুন, ভারতের ‘চিরন্তন পীঠ’ সোমনাথ মন্দির, কেন এই জ্যোতির্লিঙ্গ ছুটে যান ভক্তরা?


অত্যন্ত সুবক্তা হিসেবে পরিচিত এই নেতার দেওয়া কিছু বক্তৃতা ভারতের সংসদীয় ইতিহাসে অমর হয়ে থাকবে। দেশের রাজনীতিতে তিনি ‘ভীষ্ম পিতামহ’। সকল রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে তিনি সর্বজন স্বীকৃত বর্ষীয়ান নেতা হয়ে উঠেছিলেন।


শুধু তাই নয়, ১৩ সেপ্টেম্বর, ২০০২ সালে জাতি সঙ্ঘের সাধারণ সভায় দেওয়া অটল বিহারী বাজপেয়ীর ভাষণ আজও সমাদৃত হয়। সেই প্রথমবার কোনও ভারতীয় প্রধানমন্ত্রী জাতি সঙ্ঘে দাঁড়িয়ে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিদের প্রসঙ্গ তোলেন এবং তা সম্পূর্ণ হিন্দিতে।   


তবে ১৯৯৬ সালে মাত্র তেরো দিনের মাথায় প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করবার সময় সংসদে বাজপেয়ি যে ভাষণটি দেন, তা আজও তাঁর দেওয়া বক্তৃতাগুলির মধ্যে অন্যতম। “সরকার আসে যায়, দলের জন্ম বা মৃত্যু হয়। কিন্তু সর্বোপরি, দেশের মুখ যেন উজ্জ্বল থাকে, তার গণতন্ত্র অমর,” বলেছিলেন তিনি।


আজ দেশজুড়ে অটল বিহারী বাজপেয়ির জন্মবার্ষিকী পালন। ফিরে দেখা সেই ভাষণ স্মৃতি। যে স্মৃতিতে তিনি আজও উজ্জ্বল। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে