কলকাতা: উদ্বোধনে আর কয়েক ঘণ্টা বাকি। তার পরই চালু হয়ে যাবে মুম্বই ট্রান্স হারবার-লিঙ্ক বা অটল সেতু (PM Narendra Modi On Inauguration Of Atal Setu)। ভারতে সমুদ্রের উপর তৈরি দীর্ঘতম এই সেতুর উদ্বোধনে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামীকাল, এই সেতুর উদ্বোধনের আগে একনজরে তার সম্পর্কে জেনে নেওয়া যাক?


অটল সেতু নিয়ে...
প্রশাসনিক আধিকারিকদের মতে,



  • প্রত্যেক দিন গড়ে ৭০ হাজার গাড়ি যাতায়াত করবে এই সেতুর উপর দিয়ে।

  • মুম্বইয়ের সেবরি থেকে নবি মুম্বইয়ের চিরলে পর্যন্ত জুড়বে এই সেতু।

  • লম্বায় ২১.৮ কিলোমিটার এই সেতু উদ্বোধনের পর ভারতের দীর্ঘতম সি-ব্রিজ হবে। গোটা বিশ্বের নিরিখে দ্বাদশ দীর্ঘতম সি-ব্রিজ হতে চলেছে অটল সেতু।

  • সমুদ্রপথে সাড়ে ১৬ কিলোমিটার এবং ভূপথে সাড়ে ৫ কিলোমিটার যোগাযোগ ব্যবস্থা নিয়ে তৈরি হয়েছে মুম্বই ট্রান্স হারবার-লিঙ্ক।

  • সমুদ্রপথে যোগাযোগের জন্য ৬টি লেনের হাইওয়ে থাকছে। অর্থাৎ এক এক দিকে, তিনটি করে হাইওয়ে থাকার কথা।

  • গত বছর ২৫ ডিসেম্বরই এই সেতুর উদ্বোধন হওয়ার কথা ছিল। কিন্তু, বৈদ্যুতিক সংযোগ, একাধিক খুঁটির নির্মাণ ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজ বাকি থাকায় তা পিছিয়ে যায়।

  • ২০১৭ সালে মুম্বই সরকার  Mumbai Metropolitan Region Development Authority-কে এই সেতু নির্মাণের দায়িত্ব দেয়।

  • Japan International Cooperation Agency থেকে সরকারি উন্নয়ন খাতে ১৮ হাজার কোটি টাকা ঋণ নিয়ে সেতু তৈরির কাজ এগোয়। 

  •  Mumbai Metropolitan Region Development Authority-র হিসেব অনুযায়ী, অটল সেতু নির্মাণে খরচ হয়েছে ১৭ হাজার ৮৪৩ কোটি টাকা।

  • দক্ষিণ মুম্বইয়ের সেবরি থেকে ঠানের খাঁড়ি হয়ে নবি মুম্বইয়ের চিরলে পর্যন্ত পৌঁছে দেবে মুম্বই ট্রান্স হারবার-লিঙ্ক।

  • নির্মীয়মাণ নবি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর, মুম্বই-পুনে এক্সপ্রেসওয়ে এবং মুম্বই-গোয়া হাইওয়ের সঙ্গেও সংযোগ সাধন করবে এটি।


প্রধানমন্ত্রীর পোস্ট...
অটল সেতুর উদ্বোধনের আগের দিন এই নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।






জানান, অটল সেতুর উদ্বোধনের পাশাপাশি নবি মুম্বইয়ের জনসভা থেকে একাধিক উন্নয়নমূলক কর্মসূচিরও যে উদ্বোধন হবে সেকথাও লেখা তাঁর পোস্টে। 


আরও পড়ুন:'রোজ ১০০ কিলোমিটার সাইকেল চালাচ্ছি', এক পা আর মনের জোরে অযোধ্যায় পৌঁছতে পারবেন বাংলার যুবক?