মোহালি: ধরেই নেওয়া হয়েছিল যে, আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে তিনি রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে ইনিংস ওপেন করবেন। কিন্তু বৃহস্পতিবার ভারতের প্রথম একাদশেই নেই যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন রোহিত। সেই সঙ্গে জানিয়ে দিলেন, আফগানিস্তানের বিরুদ্ধে কারা রয়েছেন ভারতের একাদশে। 


যে তালিকায় বড় চমক, যশস্বী জয়সওয়ালের অনুপস্থিতি। কিন্তু কেন খেলছেন না যশস্বী? টিমলিস্ট দেখার পর থেকেই কৌতূহলী হয়ে পড়েন সকলে। জানা যায়, চোট রয়েছে জয়সওয়ালের। কিন্তু বুধবার ভারতের প্র্যাক্টিসের সময়ও পুরোদমে অনুশীলন করেছিলেন বাঁহাতি ব্যাটার। তাহলে এমন কী হল?


ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে জানানো হল, যশস্বীর ডান কুঁচকিতে চোট রয়েছে। সেই কারণে তিনি খেলছেন না। রোহিতের সঙ্গে সম্ভবত ইনিংস ওপেন করবেন শুভমন গিল।


তিন ম্যাচে সিরিজ খেলতে ভারত সফরে এসেছে ইব্রাহিম জাদ্রানের নেতৃত্বাধীন আফগানিস্তান দল। বিশ্বকাপ ফাইনালের পর সাদা বলের ফর্ম্যাটে দেশের জার্সিতে ফের অধিনায়ক হিসেবে মাঠে ফিরছেন রোহিত শর্মা (Rohit Sharma)। তবে প্রথম টি-টোয়েন্টিতে ভারতীয় দল পাচ্ছে না বিরাট কোহলিকে (Virat Kohli)। বুধবার সাংবাদিক বৈঠকে এসে তা জানিয়ে দেন ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়। 


 






দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে রোহিত-বিরাট ফিরেছিলেন জাতীয় দলে। সিরিজে ভারত ড্র করলেও রানের বিচারে বেশ ভালই পারফর্ম করেছিলেন কিংগ কোহলি। তবে আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে কেন তিনি খেলবেন না, তা জানা যায়নি। বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে ব্য়ক্তিগত কারণের জন্য প্রথম ম্যাচ থেকে নাম তুলে নিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। ম্য়াচের আগের দিনের অনুশীলনেও ছিলেন না রোহিত শর্মা।   


 






আরও পড়ুন: ৫১ পূর্ণ করলেন দ্রাবিড়, জন্মদিনে দ্য ওয়ালের কেরিয়ারের ৯ কোহিনূর


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে