নয়াদিল্লি: জেলমুক্তির দুদিন পরই ইস্তফার কথা ঘোষণা করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবারই পদত্যাগ করছেন তিনি। এই আবহে এবার ঘোষণা হল দিল্লির নয়া মুখ্যমন্ত্রীর নাম। কেজরিওয়ালের জায়গায় ওই পদে বসতে চলেছেন অতিশী মারলেনা। 


দিল্লির নয়া মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা: এদিন অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে দিল্লিতে পরিষদীয় দলের বৈঠক হয়। ওই বৈঠকে অতিশী মারলেনার নাম প্রস্তাব করা হয়। তাতে সম্মতি দেন সকলেই। এই তৃতীয়বার দিল্লির মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন কোনও মহিলা। এর আগে সুষমা স্বরাজ এবং শীলা দীক্ষিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। অরবিন্দ কেজরিওয়াল এবং মণীশ শিসোদিয়া জেলে থাকাকালীন অর্থ, পূর্ত, শিক্ষা সহ একাধিক গুরুত্বপূর্ণ দফতর সামলেছেন অতিশী। এমনকী দিল্লিতে জল সঙ্কটের সময়ও সামাল দিয়েছিলেন তিনি। ৪৩ বছর বয়সী অতিশী মারলেনা বর্তমানে দেশের সর্ব কনিষ্ঠ মুখ্যমন্ত্রী। সারাদেশের মধ্য়ে বর্তমানে দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রীও অতিশী মারলেনা। এদিকে এদিন বিকেলেই রাজ্যপালের কাছে গিয়ে ইস্তফা দিতে পারেন অরবিন্দ কেজরিওয়াল।


আবগারি দুর্নীতির মামলায়, ED ২১ মার্চ অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল। ২৬ জুন তিহাড় জেলে গিয়ে কেজরিওয়ালকে গ্রেফতার করে আরেক কেন্দ্রীয় এজেন্সি CBI। ১২ জুলাই ED-র মামলায় সুপ্রিম কোর্টে জামিন পান দিল্লির মুখ্য়মন্ত্রী। গত শুক্রবার সিবিআইয়ের মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দেয় সুপ্রিম কোর্ট। তার দু'দিনের মধ্য়েই নাটকীয়ভাবে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন কেজরিওয়াল। রবিবার তিনি জানান, দু'দিনের মধ্য়ে মুখ্য়মন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন। অরবিন্দ কেজরিওয়াল বলেছিলেন, "ফেব্রুয়ারি মাসে নির্বাচন, আমি এই মঞ্চ থেকে দাবি করছি নভেম্বর মাসে এই নির্বাচন এগিয়ে আনা হোক, মহারাষ্ট্রের সঙ্গে দিল্লির নির্বাচন করা হোক। দ্রুত নির্বাচন করানো হোক। যতদিন আপনাদের মতামত না পাচ্ছি ততদিন আমি দায়িত্ব সামলাবো না, যতদিন নির্বাচন না হচ্ছে, যেমন আমি বললাম, দু,দিন পরে আমি ইস্তফা দেব, যতদিন নির্বাচন না ততদিন আমার জায়গায় আম আদমি পার্টির অন্য কেউ মুখ্যমন্ত্রী হবে, আগামী দু-তিন দিনের মধ্যে বিধায়ক দলের বৈঠকে আগামী মুখ্যমন্ত্রীর নাম ঠিক করা হবে।''

এর আগেও আচমকা মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। ২০১৩ সালে প্রথমবার দিল্লিতে ক্ষমতায় আসে আম আদমি পার্টির সরকার। ৪৯ দিন পরই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন তিনি। এরপর দিল্লির বিধানসভা নির্বাচনে ৭০টির মধ্যে ৬৭টি আসনে জিতে ফিরে আসে আম আদমি পার্টি। ২০১৫ সালে ১৪ ফেব্রুয়ারি ফের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেন কেজরিওয়াল। এবার ফের মেয়াদ ফুরনোর আগে মুখ্য়মন্ত্রী পদে ইস্তফা দিলেন অরবিন্দ কেজরিওয়াল।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: Arvind Kejriwal Resignation: আজ পদত্যাগ করছেন কেজরিওয়াল, AAP নয়, চাপ বাড়ল BJP-রই, নেপথ্যে একাধিক যুক্তি